Realme P3 Lite 5G ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত।
Photo Credit: Realme
Realme P3 Lite 5G আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে এসেছে
Realme P3 Lite 5G গতকাল ভারতে খুব সস্তায় লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে রিয়েলমির P সিরিজের সবচেয়ে কম দামের মডেল। স্মার্টফোনটিতে একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্য রয়েছে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। IP64 রেটিং ডিভাইসকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে। Realme P3 Lite 5G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 18 জিবি পর্যন্ত র্যাম (12 জিবি ভার্চুয়াল), রেনওয়াটার স্মার্ট টাচ, রিভার্স চার্জিং সাপোর্ট, আকর্ষণীয় স্লিম ডিজাইন, 300 শতাংশ আলট্রা ভলিউম মোড, ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স।
Realme P3 Lite 5G-এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128GB স্টোরেজ ভার্সনের দাম 11,499 টাকা। ফোনটি রিয়েলমি ইন্ডিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টের মাধ্যমে সেপ্টেম্বর 22 থেকে কেনা যাবে। কোম্পানি ডিভাইসটি উপর 1,000 টাকার তাৎক্ষণিক ছাড়ও দিচ্ছে, যার ফলে 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 9,499 টাকা ও 6 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 10,499 টাকায় নেমে এসেছে। ফোনটি মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙে উপলব্ধ হবে।
রিয়েলমির নতুন ফোনের সামনে একটি 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720x1,604 পিক্সেল), 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, এবং 625 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটির বডি আর্মলশেল টাফ বিল্ড ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফায়েড। 2 মিটার উচ্চতা থেকে পড়লেও সুরক্ষিত থাকবে বলে দাবি করা হচ্ছে। IP64 রেটিং থাকার কারণে, ধুলো পুরোপুরি আটকাতে সক্ষম ও জল ছিটকে পড়লেও ভেতরে প্রবেশ করতে পারবে না।
Realme P3 Lite 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 6 জিবি র্যাম + 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে 12 জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি Android 15-নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করবে। রিয়েলমির রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সৌজন্যে ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও ফোন চালানো যাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনে 32 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে 8 একটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, রিয়েলমি তাদের নতুন মডেলে একাধিক AI ফিচার দিয়েছে। যার মধ্যে রয়েছে এআই ক্লিয়ার ফেস৷ এটি ঝাপসা মুখের ছবি ঠিক করে দেয়। এছাড়াও, এআই স্মার্ট লুপ AI, গুগল জেমিনাই ইন্টিগ্রেশন, এআই স্মার্ট সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট বৈশিষ্ট্য মিলবে।
Realme P3 Lite 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি দাবি করেছে, ফুল চার্জ থাকা অবস্থায় এই ব্যাটারিতে টানা 18 ঘণ্টারও বেশি ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে অথবা 14 ঘণ্টারও বেশি ইউটিউব দেখা যাবে। আবার মাত্র 5 মিনিট চার্জ দিলেই ফোনে প্রায় 4.8 ঘণ্টা কল করা যাবে এবং 11 ঘণ্টারও বেশি গান শোনা সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন