Moto Pad 60 Neo তার সেগমেন্টে একমাত্র ট্যাবলেট যার স্ক্রিন 2.5K রেজোলিউশন অফার করে।
Photo Credit: Motorola
Moto Pad 60 Neo স্টাইলাস পেন সাপোর্ট করে
Motorola বর্তমানে ভারতে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও ট্যাবলেটও বিক্রি করছে। শুক্রবার সংস্থার তরফে দেশের বাজারে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। Moto Pad 60 Neo নামের সেই ট্যাবটি দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে এসেছে। এটি তার সেগমেন্টে একমাত্র ট্যাবলেট ডিভাইস যার স্ক্রিন রেজোলিউশন 2.5K। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Moto Pad 60 Neo-র অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুপার স্লিম ও সুপার লাইট ডিজাইন (6.99 মিমি পুরু), 5G কানেক্টিভিটি, Moto Pen (স্টাইলাস) সাপোর্ট, Dolby Atmos কোয়াড স্পিকার, 68W ইন-বক্স চার্জার, ক্রস কন্ট্রোল, IP52 জলরোধী রেটিং, ইত্যাদি।
ভারতে Moto Pad 60 Neo ট্যাবের দাম 17,999 টাকা রাখা হয়েছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। লঞ্চ অফারের অংশ হিসেবে, কোম্পানি ট্যাবলেটটি 12,999 টাকায় ক্রেতাদের হাতে তুলে দেবে। আমাদের অনুমান, এই দামের মধ্যে ব্যাংক অফার অর্ন্তভুক্ত রয়েছে। ট্যাবটি প্যান্টোন ব্রোঞ্জ গ্রীন রঙে উপলব্ধ। Motorola ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং অন্যান্য রিটেল চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে।
মটোরোলা মোটো প্যাড 60 নিও একটি 11 ইঞ্চির অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট IPS ডিসপ্লের সঙ্গে এসেছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ, রেজোলিউশন 2.5K (2560 x 1600 পিক্সেল), ও পিক ব্রাইটনেস 500 নিট। কোম্পানি দাবি করেছে, ট্যাবটির টাচস্ক্রিন TÜV Rheinland-এর সার্টিফিকেশন পেয়েছে। এটি ফ্লিকার ফ্রি ও লো ব্লু লাইট প্রযুক্তি সমর্থন করে। IP52 রেটিং জল ও ধুলো থেকে সীমিত সুরক্ষা প্রদান করে।
মটোরোলার নতুন ট্যাব সর্বোচ্চ 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে চলে। সঙ্গে মালি-জি57 এমসি2 জিপিইউ আছে। এটি 8 র্যাম এবং 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবটিতে মাইক্রোএসডি কার্ডের স্লট বর্তমান। এর ফলে 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে। ট্যাবে চারটি স্পিকার রয়েছে, যা ডলবি অ্যাটমস সমর্থন করে।
ছবি এবং ভিডিও তোলার জন্য, Moto Pad 60 Neo সিঙ্গেল 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 7,040mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মটোরোলা একটি মোটো পেন স্টাইলাসও দিচ্ছে। এর অনবোর্ড সেন্সরগুলির তালিকায় অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ও হল সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাবটি 6.99 মিমি পুরু এবং ওজন প্রায় 480 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন