শুরু হয়েছে Amazon Fab Phones Fest সেল। এই সেলে সস্তা হয়েছে iPhone XR, OnePlus 7T, OnePlus 7 Pro, Honor 20 সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন। 29 নভেম্বর পর্যন্ত এই সেল চলবে। Axis Bank ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
iPhone XR
49,900 টাকার পরিবর্তে 42,900 টাকায় পাওয়া যাচ্ছে iPhone XR। আজকাল অনলাইনে 44,999 টাকায় iPhone XR বেস ভেরিয়েন্ট পাওয়া যায়। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 7,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
OnePlus 7T
34,999 টাকায় পাওয়া যাচ্ছে OnePlus 7T বেস ভেরিয়েন্ট। ভারতে OnePlus এর পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এই ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 7,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। HDFC Bank ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে OnePlus 7T কিনলে অতিরিক্ত 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
OnePlus 7 Pro
42,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে OnePlus 7 Pro। HDFC Bank গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 2,000 টাকা ছাড়। নো কস্ট ইএমআই এর সুবিধা থাকছে।
Honor 20
22,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 20। আগে 32,999 তাকায় এই ফোন পাওয়া যেত। সম্প্রতি এই ফোনের দাম কমে 24,999 টাকা হয়েছিল। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 7,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইএমআই ট্রানজাকশনে অতিরিক্ত 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
Vivo V17 Pro
32,990 টাকার পরিবর্তে 27,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo V17 Pro। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 8,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একাধিক ক্রেডিট কার্ডের সাথে থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা।
Samsung Galaxy M30
4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy M30 কিনতে 12,499 টাকা খরচ হবে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। Galaxy M30 ফোনে রয়েছে Exynos 7904 চিপসেট। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 7,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন:
Mi Super Sale: 4,000 টাকা পর্যন্ত সস্তা হল একাধিক জনপ্রিয় Xiaomi স্মার্টফোন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন