Gmail গ্রাহকদের নতুন “আর্লি অ্যাডাপটার প্ল্যান” চালু করল গুগল। নতুন ডিজাইনের Gmail ব্যাবহারের জন্যই এই প্ল্যান আনা হয়েছে। অফলাইনে Gmail ব্যাবহারের মতো একাধিক নতুন ফিচার যোগ হয়েছে আপডেটেড Gmail এ।
“আপনাকে এবং আপনার সংস্থাকে নতুন Gmail আসার আগে তা ব্যাবহারে সড়গড় করার জন্য এই আর্লি অ্যাক্সেক প্ল্যান আনা হয়েছে। গ্রাহকরা চাইলে এই প্ল্যানে যোগদান করতে পারেন।” সোমবার এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছেন G সুইট টিম।
শুধুমাত্র G সুইট গ্রাহকরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন। যে সব গ্রাহকরা ব্যাক্তিগত বা সংস্থার তরফ থেকে পেড Gmail ব্যাবহার করেন তাদেরকেই G সুইট গ্রাহক বলা হয়। তবে সাধারণ গ্রাহকরা কবে থেকে এই ফিচার ব্যাবহার করতে পারবেন সেই বিষয়ে মন্তব্যে জারাজ থেকে গুগল।
এই ফিচার সামনে আসার পরে G সুইট অ্যাডমিনরা তার ব্যাবহারকারীদের নতুন এই Gmail ব্যাবহারের সুযোগ দিতে পারবেন। G সুইট টিমে তরফ থেকে জানানো হয়েছে একজন গ্রাহকের কাছে এই ফিচার পৌছে যাওয়ার পর তার পছন্দ না হলে 4 সপ্তাহের মধ্যে আবার পুরনো Gmail এ ফিরে যাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের কাছে।
আগামী অক্টোবর মাস পর্যন্ত গ্রাহকরা এই নতুন Gmail থেকে বেরিয়ে আসার অপশান পাবেন। জুলাই মাস থেকে সবভ গ্রাহক নতুন এই Gmail ব্যাবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন