ইস্তফা দিয়েছেন কোম্পানির সিইও। এমনটাই জানানো মার্কিন টেক জায়েন্ট Intel। সহকর্মীর সাথে সম্পর্কে পড়ার অভিযোগে Intel-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন ব্রায়ান ক্র্যাজিক। প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গ করার জন্যই সিইও পদ থেকে ইন্তফা দিলেন ব্রায়ান।
এক বিবৃতিতে Intel জানিয়েছে “কোম্পানির আভ্যন্তরীন ও বাইরের তদন্তে প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গের প্রমান পাওয়া গিয়েছে। আর এই নিয়ম সব শ্রেণীর ম্যানেজারের ক্ষেত্রেই প্রযোজ্য।” আপাতত রবার্ট সোয়ানকে অন্তর্বর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করেছে Intel।
“কোম্পানির স্ট্র্যাটিজিজে বোর্ড সম্পূর্ণ বিশ্বাস রাখে। বোর্ড মনে করে সোয়ান কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার আদর্শ ব্যাক্তি। কোম্পানির স্ট্র্যাটিজি তৈরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন সোয়ান। আর আমরা কোম্পানির মসৃণ চালনার বিষয়ে আত্মবিশ্বসী। Intel এর তরফ থেকে ব্রায়ানকে ধন্যবাদ।” বলে জানিয়েছে Intel এর চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট।
কোম্পানি জানিয়েছে Intel এর শীর্ষ নেতৃত্বের সাথে কাছ থেকে যোগাযোগ রেখে কোম্পানিকে নেতৃত্ব দেবেন সোয়ান। 2016 সাল থেকে তিনি কোম্পানিত CFO এর দায়ত্ব পালন করে আসছে। এর সাথেই বিশ্বব্যাপী আর্থিক, IT ও কর্পোরেট স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব পালন করেছেন সোয়ান। এর আগে eBay তে গুরুত্বপূর্ণ পদে ছিলেন রবার্ট সোয়ান। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কোম্পানিতে উঁচু পদের দায়িত্ব সামলেছিলেন তিনি।
সোয়ান বলেন, “ডাটা সেন্ট্রিক কোম্পানির পথে মসৃণভাবে একয়ে চলেছে Intel। এর মাধ্যমেই কোম্পানিতে দারুন বৃদ্ধি দেখা যাচ্ছে। আমি Intel কে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন