আপনি যদি হিন্দি টাইপিং পছন্দ করেন এবং যদি প্রফেশনালি রাষ্ট্রীয় ভাষার প্রয়োগ করতে চান, তাহলে বাজার থেকে সহজেই পেতে পারেন হিন্দি কীবোর্ড. কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ প্রস্তুতকারক কম্পানি Logitech শুক্রবার নতুন কীবোর্ড লঞ্চ করতে চলেছে. কম্পানি ওয়ারের সহ Logitech k12o এবং ওয়ারলেস Logitech MK235 হিন্দি কীবোর্ড নিয়ে এসেছে.
আসলে কম্পানি হিন্দি কীবোর্ড লঞ্চ করে গ্রাহকদের ধ্যানাকর্ষণ করার চেষ্টা করছে. কম্পানি জানিয়েছে যে ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া কে সাকার করার কথা মাথায় রেখেই এই কীবোর্ড তৈরী করা হয়েছে. Logitech K120 দাম মাত্র 695 টাকা এবং Logitech MK235 -এর মূল্য 1995 টাকা. কম্পানি এর ওপরে এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে.
Logitech -এর ম্যানেজিং ডায়রেক্টর সুমন্ত দত্তা জানিয়েছেন যে, এই কীবোর্ড দেশ ও ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে সেতু বন্ধনের কাজ করবে. নতুন প্রযুক্তির পথে ভাষা যেন কোনো ভাবেই বাধার সৃষ্টি করতে না পারে তার জন্য এই নতুন কিবোর্ডের উদ্ভাবন করা হয়েছে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.