Seagate ফাস্ট SSD দিয়ে USB Type-C এর মাধ্যমে 540MBps পর্যন্ত স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। লঞ্চ অফারে 8,990 টাকা থেকে Seagate ফাস্ট SSD কেনা যাবে।
ভারতে ফাস্ট SSD লঞ্চ করল Seagate। 250GB ও 500GB স্টোরেজের দুটি SSD ভারতে লঞ্চ করেছে Seagate। এই বছর জানিনুয়ারি মাসে এই SSD দুটি সামনে এনেছিল কোম্পানি। Seagate ফাস্ট SSD দিয়ে USB Type-C এর মাধ্যমে 540MBps পর্যন্ত স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। লঞ্চ অফারে 8,990 টাকা থেকে Seagate ফাস্ট SSD কেনা যাবে। Amazon প্রাইম ডে সেল থেকে শুরু করে এক মাস এই বিশেষ দামে Seagate ফাস্ট SSD কেনা যাবে।
250 GB Seagate ফাস্ট SSD-এর দাম 8,990 টাকা। 500GB Seagate ফাস্ট SSD কিনতে খরচ হবে 10,990 টাকা। অফার শেষ হয়ে গেলে Seagate ফাস্ট SSD 250GB র দাম হভে 9,990 টাকা (MRP. 10,500 টাকা) আর 500GB Seagate ফাস্ট SSD-এর অফার শেষে দাম হবে 13,990 টাকা (MRP. 18,000 টাকা)। এই দামে শুধুমাত্র Amazon.in থেকেই Seagate ফাস্ট SSD কেনা যাবে।
কোম্পানি দাবি করেছে Seagate ফাস্ট SSD এর মাধ্যমে 540MBps রিডিং স্পিড ও 500MBps রাইটিং স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। এই সাথেই হালকা ও শক রেজিস্ট্যান্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে। Seagate ফাস্ট SSD এর USB Type-C পোর্টের সাহায্যে ফাস্ট ডাটা ট্রান্সফার করা যাবে। যদিও বাস্কের মধ্যেই USB Type-C এর থেকে Type-A কনভার্টার দেবে Seagate। এর সাথেই একটি ফোল্ডার সিঙ্কিং সফটওয়্যার দেবে Seagate। এই সফটওয়্যার দিয়ে যে কোন ফাইল মিরর করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Instagram Introduces 'Your Algorithm' Tool That Lets You Shape Recommendations in Your Reels Tab