ভারতে নতুন পোর্টেবেল প্রোজেরক্টার লঞ্চ করল Sony

ভারতে নতুন পোর্টেবেল প্রোজেরক্টার লঞ্চ করল Sony
হাইলাইট
  • ভারতে একটি পোর্টেবেল মোবাইল প্রোজেক্টার লঞ্চ করল Sony
  • স্মার্টফোন, ল্যাপটপ, ও গেমিং কনসোল থেকে প্রজেকশান করা যাবে
  • Sony MP-CD1 প্রোজেরক্টারের ওজন 280 গ্রাম
বিজ্ঞাপন

 

বৃহষ্পতিবার ভারতে একটি পোর্টেবেল মোবাইল প্রোজেক্টার লঞ্চ করল Sony। কোম্পানি জানিয়েছে এই প্রোজেক্টারের মাধ্যমে যে কোন সারফেসকে একটি ওয়াইড স্ক্রিন করে ফেলা সম্ভব। একসাথে অনেকে মিলে বসে কিছু দেখলে আদর্শ এই পোর্টেবেল প্রোজেরক্টার।  ভারতে MP-CD1 প্রোজেরক্টারের দাম 29,990 টাকা। আগামী 3 আগস্ট থেকে ভারতে এই ডিভাইস কিনতে পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে MP-CD1 এর মাধ্যমে বেশি ব্রাইটনেসের সাথেই ছবিতে মোশান ব্লার ও নয়েজের পরিমান কমবে। এর ফলে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। এই প্রোজেরক্টারে Texas Instruments' DLP IntelliBright টেকনোলজি ব্যবহার হবে। এই টেকনোলজির মাধ্যমে ব্রাইটনেস ও বিদ্যুৎ খরচ নিয়ত্রিত হবে। 105 ANSI লুমেন্স রেটিং সহ এই প্রোজেরক্টার লঞ্চ করেছে Sony।

প্রোজেরক্টারকে টেকসই করার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে MP-CD1 তৈরী করেছে Sony। মাত্র 350 সেমি দুরত্ব থেকে 304.8 সেমি আকারের প্রজেকশান করা যাবে। 854x480 রেসোলিউশানে MP-CD1 থেকে প্রোজেকশান করা যাবে।

MP-CD1তে একটি 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে । এর মাধ্যমে MP-CD1 দিয়ে এক চার্জে 2 ঘন্টা প্রোজেকশান করা যাবে। টারিপডে রেখে প্রোজেকশানের জন্য এই প্রোজেরক্টারে একটি ট্রাইপড সকেট ব্যবহার হয়েছে। ওয়্যারলেস কানেক্টিভিটির সাথেই HDMI কেবেল দিয়ে প্রজেকশান করা যাবে।

HDMI ও USB পোর্ট দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ, ও গেমিং কনসোল থেকে প্রজেকশান করা যাবে। Sony MP-CD1 প্রোজেরক্টারের ওজন 280 গ্রাম। এর সাথেই কোম্পানি একটি ক্যারি কেস, HDMI কেবেল, USB Type-C কেবেল, MicroUSB কেবেল আর একটি USB Type-C অয়াডাপটার দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »