ভারতেরবাজারে এসে গেলো নতুন ফিচারের Samsung Galaxy M35

ভারতেরবাজারে এসে গেলো নতুন ফিচারের Samsung Galaxy M35

Photo Credit: Samsung

হাইলাইট
  • ● Samsung Galaxy M35 5G-এ একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে.
  • ● ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার ইনপুট করা হয়েছে
  • ● Samsung Galaxy M35 5G 8GB পর্যন্ত RAM দিয়ে সজ্জিত।
বিজ্ঞাপন

বুধবার ভারতে লঞ্চ করলো ব্র্যান্ড নিউ Samsung Galaxy M35 5G। ফোনটি Android 14,Samsung এর Knox Security এবং NFC-ভিত্তিক ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্য যুক্ত। এটি একটি 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে, এবং কোম্পানির ইন-হাউস octa-core প্রসেসরের সাথে Exynos 1380 চিপসেটে আছে। ফোনটিতে রয়েছে 50-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমোস স্পিকার। ভারতে এই মাসের শেষের দিক থেকে ফোনটি পাওয়া যাবে।

দাম এবং উপলব্ধতা:

ভারতে Samsung Galaxy M35 5g এর দাম নির্ধারণ করা হয়েছে –

6জিবি+128 জিবি এই মডেলের জন্য মাত্র 19,999 টাকা। 8জিবি+128 জিবি এর জন্য 21,499 টাকা এবং

8জিবি+256 জিবি মডেলের জন্য 24,299 টাকা। Samsung Galaxy M35 5G ক্রেতারা ব্যাংকের কার্ডে 2000

টাকা ছাড় পাবেন। এছাড়াও সীমিত সময়ের জন্য 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার থাকবে। গ্রাহকরা অ্যামাজন পে দ্বারা 1000 টাকা ক্যাশ ব্যাক অফার পাবেন।

আগামী 20 জুলাই থেকে ফোনটি অ্যামাজন,স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট, এবং অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। স্মার্ট ফোনটি তিনটি কালার অপশেনের সাথে পাওয়া যাবে -ডে ব্রেক ব্লু, মুনলাইট ব্লু এবং থান্ডার গ্রে।

Samsung Galaxy M35 5G এর ফিচার এবং বিস্তারিত বিবরন:

Samsung Galaxy M35 5G তে 120Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080 x 2,340 পিক্সেল) সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে আছে । এটি গরিলা গ্লাস ভিক্টাস+ সুরক্ষা যুক্ত। এটি Octa core প্রসেসরের Exynos 1380 SoC দ্বারা তৈরী।। এটিতে 1000 নিট সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল সংযুক্ত করা হয়েছে। এটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া আছে। হ্যান্ডসেটটির আকার 162.3 x 78.6 x 9.1

মিমি এবং ওজন 222 গ্রাম।

ক্যামেরা: স্মার্ট ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা (f/1.8) এবং একটি 8-মেগাপিক্সেল সেন্সর যুক্ত একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (f/2.2) এবং সেইসাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো (f/2.4) রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy M35 5G-এর ব্যাটারি ক্যাপাসিটি অসাধারণ, এতে 6,000mAh ব্যাটারি ইনপুট করা হয়েছে।

কানেক্টিভিটি: ফোনটি 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS এবং USB Type-C connect করে। ফোনটিতে ডলবি অ্যাটমোসের সাথে স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে । এটিতে স্যামসাং-এর নক্স সিকিউরিটি এবং ট্যাপ অ্যান্ড পে ফিচার যুক্ত করা হয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Gorilla Glass Victus+ protection on display
  • Excellent battery life
  • Long software support
  • Vapour cooling chamber
  • Bad
  • Bulky design
  • No headphone jack
  • Slow charging
Display 6.60-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 14
Resolution 2340x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Lava Blaze 2 5g এর সফল্যের পর এবার এসে গেলো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য দ্বারা যুক্ত Lava Blaze 3 5gq
  2. এসে গেলো স্ব- মেরামতের কিট সহ সজ্জিত নতুন স্মার্টফোন HMD Skyline
  3. ভারত সহ বিশ্বব্যাপী বাজারে রোল আউট করা হলো অ্যাপেল ফোনগুলোর জন্য নতুন আপডেট - iOS 18
  4. সম্প্রতি চীনে উন্মোচিত হয়েছে এক আকর্ষণীয় স্মার্টফোন Redmi 14R
  5. 7000 mAh ক্ষমতাশালী ব্যাটারী দ্বারা চালিত ইনফিনিক্সের ট্যাব Infinix Xpad
  6. Meta কোম্পানীর পক্ষ থেকে নতুন সংস্করণ, এবার ভিন্ন ভাষা যুক্ত হবে Meta AI এর মধ্যে
  7. SBI কার্ডের গ্রাহকদের জন্য সুখবর, আসতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, থাকছে বিশেষ সুযোগ
  8. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  9. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  10. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »