Photo Credit: Samsung
বুধবার ভারতে লঞ্চ করলো ব্র্যান্ড নিউ Samsung Galaxy M35 5G। ফোনটি Android 14,Samsung এর Knox Security এবং NFC-ভিত্তিক ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্য যুক্ত। এটি একটি 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে, এবং কোম্পানির ইন-হাউস octa-core প্রসেসরের সাথে Exynos 1380 চিপসেটে আছে। ফোনটিতে রয়েছে 50-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমোস স্পিকার। ভারতে এই মাসের শেষের দিক থেকে ফোনটি পাওয়া যাবে।
ভারতে Samsung Galaxy M35 5g এর দাম নির্ধারণ করা হয়েছে –
6জিবি+128 জিবি এই মডেলের জন্য মাত্র 19,999 টাকা। 8জিবি+128 জিবি এর জন্য 21,499 টাকা এবং
8জিবি+256 জিবি মডেলের জন্য 24,299 টাকা। Samsung Galaxy M35 5G ক্রেতারা ব্যাংকের কার্ডে 2000
টাকা ছাড় পাবেন। এছাড়াও সীমিত সময়ের জন্য 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার থাকবে। গ্রাহকরা অ্যামাজন পে দ্বারা 1000 টাকা ক্যাশ ব্যাক অফার পাবেন।
আগামী 20 জুলাই থেকে ফোনটি অ্যামাজন,স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট, এবং অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। স্মার্ট ফোনটি তিনটি কালার অপশেনের সাথে পাওয়া যাবে -ডে ব্রেক ব্লু, মুনলাইট ব্লু এবং থান্ডার গ্রে।
Samsung Galaxy M35 5G তে 120Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080 x 2,340 পিক্সেল) সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে আছে । এটি গরিলা গ্লাস ভিক্টাস+ সুরক্ষা যুক্ত। এটি Octa core প্রসেসরের Exynos 1380 SoC দ্বারা তৈরী।। এটিতে 1000 নিট সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল সংযুক্ত করা হয়েছে। এটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া আছে। হ্যান্ডসেটটির আকার 162.3 x 78.6 x 9.1
মিমি এবং ওজন 222 গ্রাম।
ক্যামেরা: স্মার্ট ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা (f/1.8) এবং একটি 8-মেগাপিক্সেল সেন্সর যুক্ত একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (f/2.2) এবং সেইসাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো (f/2.4) রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: Samsung Galaxy M35 5G-এর ব্যাটারি ক্যাপাসিটি অসাধারণ, এতে 6,000mAh ব্যাটারি ইনপুট করা হয়েছে।
কানেক্টিভিটি: ফোনটি 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS এবং USB Type-C connect করে। ফোনটিতে ডলবি অ্যাটমোসের সাথে স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে । এটিতে স্যামসাং-এর নক্স সিকিউরিটি এবং ট্যাপ অ্যান্ড পে ফিচার যুক্ত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন