লঞ্চের এক দিন আগেই Flipkart এ ZenFone 5Z এর দাম জানা গেল। এই প্রতিবেদন লেখার সময় ফ্লিপকার্টে লিস্টিং পেজ থেকে জানা গিয়েছে Asus ZenFone 5Z এর দাম শুরু হবে 29,999 টাকা থেকে। অনলাইনে ZenFone 5Z এর একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট দেখা গিয়েছে। 6GB RAM/ 64GB স্টোরেজ, 8GB RAM/ 128GB স্টোরেজ, আর 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে ZenFone 5Z পাওয়া যাবে। এছাড়াও অনলাইন লিক্টিং থেকে জানা গিয়েছে দুটি কালার ভেরিয়েন্টে ZenFone 5Z লঞ্চ করবে Asus।
Flipkart-এ দেখা গিয়েছে এই বছর শুরুতে লঞ্চের সময় যে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল তার সবকটি ভারতে লঞ্চ করবে Asus। 6GB RAM/ 64GB স্টোরে ভেরিয়েন্টের ZenFone 5Z এর দাম 29,999 টাকা। 8GB RAM/ 128GB স্টোরেজ ও 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 32,999 টাকা ও 36,999 টাকা। এর সাথেই জানা গিয়েছে এই ফোনের সাথে একাধিক ব্যাঙ্ক অফার ও নো কস্ট EMI লঞ্চ করবে Flipkart। এই দামে OnePlus 6 Oও Huawei P20 Pro এর সাথে বাজারে প্রতিযোগিতায় নামবে Asus ZenFone 5Z।
ডুয়াল সিম Asus ZenFone 5Z এ চলবে Android 8.0 Oreo বেসড ZenUI 5.0 অপারেটিং সিস্টেম। ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।
Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য ZenFone 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফেওন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus ZenFone 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন