ডার্ক মোডে অ্যানড্রয়েড ফোনে ব্যাটারি ব্যাক আপ বাড়বে। সম্প্রতি এই কথা জানিয়েছে Google। সম্প্রতি ডেভেলপারদের সাথে বৈঠকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে ব্যাটারি খরচ করে তা দেখিয়েছে Google। ডেভেলপাররা অ্যাপ বানানোর সময় ব্যাটারি ব্যাক বাড়াতে সাহায্য করতে এই তথ্য জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়েন্ট।
তবে ডার্ক মোডে বেশি ব্যাটারি বাঁচানো যাবে না। কারন অ্যানড্রয়েড ফোনে সমথেকে বেশি ব্যাটারি নষ্ট করে ডিসপ্লে ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লের উপরে কী রঙ দেখা যাচ্ছে তার উপরেও কত ব্যাটারি খরচ হবে তা নির্ভর করে।
ডার্ক মোড় ব্যাবহার করলে গোটা কম্পিউটারের কালার থিক কালো হয়ে যায়। এর ফলে ডিসপ্লেকে কম রঙ প্রসেস করতে হয়।
Google জানিয়েছে ইউটিউব অ্যাপে ডার্ক মোডে সাধারন মোডের তুলনায় 43 শতাংশ কম ব্যাটারি নষ্ট হয়। কারন এই অ্যাপের অনেকটা অংশ জুড়ে থাকে সাদা রঙ। আগে কোম্পানি সব ডেভেলপারকে অ্যাপ বানানোর সময় সাদা রঙ ব্যবহার করতে অনুপ্রাণিত করত। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা স্বীকার করে নিয়েছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন