সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Essential। বছর দুই আগে Essential এর একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকাল প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন Essential Phone।
Photo Credit: Twitter / Essential
কবে নতুন ডিজাইনের এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি
নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হলেও সাম্প্রতিক অতীতে স্মার্টফোন ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়নি। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Essential। বছর দুই আগে Essential এর একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকাল প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন Essential Phone। আবার স্মার্টফোন ডিজাইনে বিপ্লব আনতে চলেছে এই কোম্পানি।
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Realme X2 Pro ফোনের ছবি ও স্পেসিফিকেশন
সম্প্রতি ট্যুইটারে Essential এর দ্বিতীয় স্মার্টফোনের ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক রঙে এই ফোন দেখা গিয়েছে। নতুন ফোনের ডিজাইন গোটা বিশ্বের টেক প্রেমীদের নজর কেড়েছে। নতুন Essential ফোনে তুলনামুলক লম্বা ও সরু ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ট্যুইটারে এই ভিডিও প্রকাশ করেছেন অ্যান্ডি রুবিন।
টুইট্যরে রুবিন ভিডিও পোস্ট করার সময় লিখেছেন ‘GEM Colorshift Material'। অনেকেই মনে করছেন Essential Gem নামে এই ফোন লঞ্চ হতে পারে। লঞ্চের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক পেটেন্ট ফাইল করেছে কোম্পানিটি।
64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?
ভিডিও ছাড়াও নতুন Essential ফোনের ছবি প্রকাশ করেছেন রুবিন। তুলনামুলক লম্বা ও সরু এই ফোনের সামনে ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের বাঁ দিকে উপরে পাঞ্চ হোলে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস। ফোনের পিছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Note 60 with Android 16 Spotted on Google Play Console
WhatsApp Might Soon Let You Set a Profile Cover Photo on iOS