পরিবর্তিত ডিজাইনের সাথে আসতে চলেছে, Samsung Galaxy S25 Ultra

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 22 নভেম্বর 2024 11:46 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra-কে পরিবর্তিত ডিজাইনের সাথে ফাঁস করা হয়েছে
  • উল্লেখ্য হ্যান্ডসেটটি 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে
  • হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হতে পারে

Samsung Galaxy S25 Ultra হল Galaxy S24 Ultra-এর কথিত উত্তরসূরি (উপরের ছবি)

Photo Credit: Samsung

Galaxy S25-সিরিজটি সম্ভবত জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে,আসন্ন সিরিজটি চারটি হ্যান্ডসেট নিয়ে আসতে পারে, যার মধ্যে বেস মডেল Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra আছে এবং পরবর্তীক্ষেত্রে কোম্পানির একটি নতুন মডেল Galaxy S25 Slim,লঞ্চ করা হতে পারে। কোম্পানীর শ্রেষ্ঠ Galaxy S25 Ultra মডেলটি সাধারণত বক্সি ডিজাইনের সাথে আসে, এবার এটির সামান্য পরিবর্তন ঘটতে পারে, যেটি ওই ডামি ইউনিটগুলিতে দেখা গিয়েছে। Galaxy S25 Ultra মডেলটি এখন সামান্য গোলাকৃতি ডিজাইন পেতে চলেছে।

Samsung Galaxy S25 Ultra-এর ডামি ইউনিট ফাঁস হয়েছে:

একটি X-পোস্টের মাধ্যমে টিপস্টার @Jukanlosreve প্রত্যাশিত Samsung Galaxy S25 Ultra-এর ডামি ইউনিটগুলির বেশকিছু ছবি শেয়ার করেছে। এটি থেকে বোঝা যাচ্ছে যে,কোম্পানির ফ্লাগশিপ মডেলটি ফ্ল্যাট ডিজাইনের পরিবর্তে গোলাকৃতি এজযুক্ত ডিজাইন আনতে চলেছে।ডামি ইউনিটের স্মার্টফোনগুলিকে কালো সহ চারটি রঙের বিকল্পে দেখা যাচ্ছে।

এই নিয়ে দ্বিতীয়বার সামান্য পরিবর্তিত ডিজাইনের সাথে Galaxy S25 Ultra-এর ডামি ইউনিটগুলি লক্ষ্য করা গেল। এটি থেকে অনুমান করা যাচ্ছে যে,বিগত বছরগুলিতে কোম্পানির Samsung Ultra মডেলগুলিতে যে, বক্সি ডিজাইন দেখতে পাওয়া যেত, সেটি কোম্পানী এবার পরিবর্তন করবে।

যাইহোক এটি ছাড়া,কোম্পানীর বর্তমানে উপস্থিত অন্যান্য মডেলের মতো এটিতে একই বৈশিষ্ট্য থাকতে পারে,যেমন - ফোনটির ডানপাশে পাওয়ার এবং ভলিউম বোতাম এবং একটি আগের মতই ক্যামেরা লে আউট।

Samsung Galaxy S25 Ultra-এর আনুমানিক স্পেসিফিকেশন:

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S25 Ultra-তে একটি 6.86ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে। পূর্ববর্তী মডেলের তুলনায় এটির কাঠামোটি অনেক বেশি পাতলা হতে পারে। আসন্ন হ্যান্ডসেটটিতে একটি 200মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 10মেগাপিক্সেলের 3x টেলিফোটো ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের 5X টেলিফোটো ক্যামেরা, এবং একটি আপগ্রেড করা 50মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।

আশা করা যাচ্ছে আসন্ন হ্যান্ডসেটটি কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM থাকতে পারে। ফোনটি 45W-এর চার্জিং সমর্থিত, একটি 5000mAh-এর ব্যাটারী ব্যবহার করতে পারে।

সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে, হ্যান্ডসেটটির বিল অফ মেটেরিয়ালস-এর (BOM) দাম প্রায় $110 (প্রায় 9300টাকা) যা পূর্বের মডেলের তুলনায় অনেক বেশি, এটি থেকে বোঝা যাচ্ছে, বাজারে আসন্ন হ্যান্ডসেটটির দাম বৃদ্ধি পেতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A17 5G এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, মিলবে 50MP ক্যামেরা
  2. 7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল
  3. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ঠান্ডা ফ্যান যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন Oppo K13 Turbo
  4. স্টোরেজ কম বলে চিন্তা? মুশকিল আসানে ভারতে এল Honor X7c 5G, ফোনেই ধরবে 60,000 ছবি
  5. পুজোর আগে নয়া চমক, Oppo F31 সিরিজ আসছে বাজারে, থাকবে 7,000mAh ব্যাটারি
  6. 10,000 টাকার মধ্যে স্টাইলিশ 5G ফোন লঞ্চ করল Infinix, রয়েছে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  7. 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Oppo K13 Turbo Pro 5G, হোম ডেলিভারি 10 মিনিটে
  8. 32 থেকে একলাফে 50 মেগাপিক্সেল, দুর্ধর্ষ সেলফি ক্যামেরা থাকবে Xiaomi 16 সিরিজে
  9. 50MP AI ক্যামেরা ও 256GB স্টোরেজের সঙ্গে 18 আগস্ট লঞ্চ হচ্ছে Honor X7c 5G
  10. বাজে সেলফির দিন শেষ, Realme P4 5G সিরিজ দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.