পরিবর্তিত ডিজাইনের সাথে আসতে চলেছে, Samsung Galaxy S25 Ultra
সম্প্রতি Samsung কোম্পানি জানিয়েছে তারা Samsung Galaxy S25 Ultra হ্যান্ডসেটটি জানুয়ারি মাসে লঞ্চ করতে চলেছে। কিন্তু আসন্ন হ্যান্ডসেটটি কিছু পরিবর্তনের সাথে আসতে চলেছে। এর আগের আলট্রা মডেলগুলিতে ফ্ল্যাট ডিজাইন দেখতে পাওয়া যেত কিন্তু এখন থেকে এটি গোলাকৃতি এজযুক্ত ডিজাইনের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে হ্যান্ডসেটটির ডামি ইউনিট প্রকাশ করা হয়েছে।