Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra আগামী বছরের শুরুতে লঞ্চ হবে।
Samsung Galaxy S26 সিরিজ 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা। এই লাইনআপের টপ ভেরিয়েন্ট হবে S26 Ultra। আর সেই কারণেই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি তাদের অন্যান্য স্মার্টফোনগুলির তুলনায় নতুন মডেলটিতে অত্যাধুনিক হার্ডওয়্যার ও ফিচার্স যোগ করে বাজারে ঝড় তোলার পরিকল্পনা করছে। সূত্র অনুযায়ী, Samsung Galaxy S26 Ultra এর ক্যামেরায় বিরাট আপগ্রেড আসতে চলেছে। এমনিতেই Galaxy S সিরিজের আলট্রা মডেলগুলি দুর্ধর্ষ ছবি তোলার জন্য পরিচিত। আগামী বছর এই ক্ষমতার আরও বৃদ্ধি প্রত্যক্ষ করবে প্রযুক্তিমহল। আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটিতে Sony কোম্পানির তৈরি প্রথম 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করবে স্যামসাং।
Samsung এখনও পর্যন্ত তাদের Galaxy Ultra ফোনগুলিতে নিজেদের বানানো 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে আসছে। কখনও সেই প্রথার নড়চড় হয়নি। কিন্তু জল্পনা সত্যি হলে, এতদিনের ইমেজিং স্ট্র্যাটেজি থেকে সরে আসতে পারে স্যামসাং। নতুন Sony সেন্সরটি কোম্পানির বর্তমান 200 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় ছবির মান উন্নত করতে পারে বলে অনুমান করা হচ্ছে।।
চীনা টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল Weibo-তে (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) দাবি করেছে যে, Samsung Galaxy S26 Ultra ফোনে 1/1.1 ইঞ্চি 200 মেগাপিক্সেল Sony CMOS সেন্সর থাকবে। এটি প্রাইমারি ক্যামেরার কাজ করবে এবং Galaxy S25 Ultra এবং তার পূর্ববর্তী মডেলের 1/1.3 ইঞ্চি সেন্সরের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে। উল্লেখ্য, বড় আকারের সেন্সরে বেশি আলো প্রবেশ করতে পারে, যার অর্থ কম আলোতে ভাল ছবি উঠবে।
এছাড়া, Samsung Galaxy S26 Ultra এর ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 3x জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, ও 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকতে পারে বলে শোনা যাচ্ছে। হ্যান্ডসেটটি নেক্সট জেনারেশন প্রোভিজ্যুয়াল ইঞ্জিনের সাথে আসতে পারে।
স্যামসাং আগামী বছর গ্যালাক্সি S26, গ্যালাক্সি S26 Edge, এবং গ্যালাক্সি S26 Ultra বাজারে আনবে৷ Plus ভেরিয়েন্ট বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। Ultra ভেরিয়েন্টে পূর্ববর্তী মডেলের মতো পাতলা বেজেল থাকবে এবং এতে 6.9 ইঞ্চি ডিসপ্লে প্যানেল থাকতে পারে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 2 চিপসেটে চলবে, যা এই বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করার কথা। আবার অতিরিক্ত শক্তির সাথে চিপসেটটির স্পেশাল 'গ্যালাক্সি ভার্সন' আসতে পারে। এছাড়া, ফোনটির প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্টে 16 জিবি র্যাম এবং IP68 ডাস্ট-ওয়াটার রেজিট্যান্স রেটিং মিলতে পারে।
Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE সদ্য ভারতে লঞ্চ হয়েছে। Galaxy Z Fold 7 এর বেস মডেলের দাম 1,74,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এটি সংস্থাটির সবচেয়ে অত্যাধুনিক ফোল্ডিং মডেল। Galaxy Z Flip 7 এর দাম শুরু হচ্ছে 1,09,999 টাকা থেকে। আর Galaxy Z Flip 7 FE ব্র্যান্ডটির প্রথম নন-প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন ও দাম 89,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন