Samsung Galaxy S25 FE জেমিনাই লাইভ, নাও বার, ও নাও ব্রিফ, সার্কের টু সার্চের মতো AI ফিচার্স অফার করে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 FE ফোনে IP68 জলরোধী রেটিং আছে
Samsung Galaxy S25 FE অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার লঞ্চ হল। iPhone 17 সিরিজ উন্মোচনের পাঁচ দিন আগে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির নয়া প্রিমিয়াম স্মার্টফোন প্রকাশ হল। ফোনটির, ব্যাটারি, চার্জিং স্পিড, সেলফি ক্যামেরা, এবং AI ডিপার্টমেন্টে বড় আপগ্রেড এসেছে। এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। প্রোভিজ্যুয়াল ইঞ্জিন দ্বারা চালিত ফ্রন্ট ক্যামেরায় জেনারেটিভ এডিট এবং ইনস্ট্যান্ট স্লো-মোশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স আছে। Samsung Galaxy S25 FE মডেলটির জেমিনাই লাইভ, নাও বার, ও নাও ব্রিফ, সার্কের টু সার্চের মতো AI বৈশিষ্ট্য ব্যবহারকারীর দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে। ফোনটিতে IP68 জলরোধী রেটিং, 45W ফাস্ট চার্জিং এবং বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।।
Samsung Galaxy S25 FE এর সামনের দিকে 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট ব্রাইটনেস অফার করে। ডিসপ্লেটি ভিশন বুস্টার সমর্থন করে এবং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন প্রদান করে। ফোনটিতে Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে যা 8 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ছবি এবং ভিডিয়ো করার জন্য, Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস25এফই অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে চলে। এটি সাত বছরের জন্য OS আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট পাবে। হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের বিনামূল্যে গুগল এআই প্রো সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি রয়েছে। পূর্বসূরী Galaxy S24 FE-এর তুলনায় ভেপার চেম্বার কুলিং সিস্টেম 10 শতাংশ বড়। ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম।
Samsung Galaxy S25 FE এর বেস 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ 650 ডলারে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,300 টাকা৷ অন্যদিকে, 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 710 ডলার (প্রায় 62,570 টাকা)। ফোনটি আইসিব্লু, জেটব্ল্যাক, নেভি ও সাদা রঙে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কেনার জন্য উপলব্ধ হলেও, কোম্পানি শীঘ্রই ভারতে দাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, Samsung Galaxy S24 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery