স্যামসাংয়ের বার্ষিক অনুষ্ঠানে লঞ্চ করা হবে নতুন Galaxy S series
প্রতি বছরের ন্যায় এই বছরও স্যামসাং কোম্পানী তাদের বার্ষিক স্যামসাং গ্যালাক্সি অ্যানপ্যাকড 2025 অনুষ্ঠানটি আগামী 22সে জানুয়ারি San Jose ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত করতে চলছে।
রিপোর্ট অনুযায়ী এই অনুষ্ঠানে কোম্পানি তাদের গ্যালাক্সী S সিরিজের কিছু মডেলের ঘোষণা করতে পারে, এই বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, ইতিমধ্যেই কোম্পানি S-সিরিজের হ্যান্ডসেট আনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে