Google Pixel 10 সিরিজের ডিজাইন পূর্ববর্তী মডেলের মতোই থাকছে
Photo Credit: Google
আসন্ন iPhone 17 সিরিজকে টক্কর দিতে আগামী সপ্তাহেই Google Pixel 10 সিরিজের আগমন ঘটছে। গুগল তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলি আগস্ট 20 লঞ্চের ঘোষণা করেছে। এখন একটি নতুন রিপোর্ট ভারতে Google Pixel 10 লাইনআপের সবকটি মডেলের দাম ফাঁস করেছে। খবর সত্যি হলে, এই বছর Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold এর দাম 2024 সালের Pixel 9 লাইনআপের তুলনায় বাড়বে না। তাছাড়া, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গুগলের আসন্ন ফোনগুলির সাথে কিছু ব্যাংক অফারও পাওয়া যাবে। অর্থাৎ ক্রেডিট বা ডেবিট কার্ড, কিংবা EMI লেনদেনে ছাড় মিলতে পারে।
স্মার্টপিক্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Google Pixel 10 এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 79,990 টাকা হবে। অন্যদিকে, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর দাম যথাক্রমে 1,09,999 টাকা এবং 1,24,999 টাকা থেকে শুরু হবে। সিরিজের একমাত্র ফোল্ডেবল মডেল, Pixel 10 Pro Fold লঞ্চ হতে পারে 1,72,999 টাকায়। এটি একটাই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেক জায়ান্টটি সমস্ত মডেলের উপর ব্যাংক ডিসকাউন্ট দিতে পারে, যদিও ফোনগুলি লঞ্চ হওয়ার পরে অফারের বিষয়ে বিস্তারিত জানা যাবে। খবর সঠিক প্রমাণিত হলে, Google Pixel 10 লাইনআপ গত বছরের Pixel 9 সিরিজের মতো একই দামের বন্ধনীতে থাকবে।
এদিকে, Pixel 10 সিরিজের দাম ফাঁস হলেও গুগল এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে মার্কিন টেক জায়ান্টটি ক্রেতা টানতে একটি এক্সক্লুসিভ অফার ঘোষণা করেছে। যারা আগস্ট 19 দুপুর 12:30 টার মধ্যে গুগল ই-স্টোর থেকে মার্কেটিং ইমেল সাবস্ক্রাইব করবেন, তারা পিক্সেল 10 কেনার সময় এক্সক্লুসিভ অফার পাওয়ার যোগ্য হবেন।
গ্রাহকরা Pixel 10 সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার দিন (পড়ুন আগস্ট 21) অফারটি পাবেন। তবে, কুপনের জন্য যোগ্য হতে হলে কিছু শর্তাবলী মেনে চলতে হবে। প্রতিটি গ্রাহকের জন্য একটাই অফার থাকছে এবং এটি শুধুমাত্র গুগল স্টোর থেকে রিডিম করতে হবে। এক্সক্লুসিভ অফারটি গুগলের অন্যান্য ডিভাইস, পরিষেবা বা সাবস্ক্রিপশন কেনার জন্য ব্যবহার করা যাবে না। অফার শুধুমাত্র Pixel 10 সিরিজের মডেলগুলির উপর প্রযোজ্য।
উল্লেখ্য, গুগল মে মাসে ভারতে তাদের প্রথম অফিসিয়াল অনলাইন স্টোর চালু করেছে। এর ফলে গ্রাহকরা সরাসরি গুগলের থেকে Pixel 10 সিরিজ সহ সংস্থাটির সমস্ত পণ্য কিনতে পারবেন। অন্যান্য অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির মতো বেশ কিছু সুবিধাও দিচ্ছে তারা। যার মধ্যে রয়েছে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট, ফ্লেক্সিবল পেমেন্ট অপশন, স্টোর ক্রেডিট এবং স্পেশাল ডিসকাউন্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.