Google Pixel 10 সিরিজ প্রথম ফোন যা স্যাটেলাইট নির্ভর হোয়াটসঅ্যাপ কল সাপোর্ট করে
Photo Credit: Google
মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকলে জীবনটাই যেন বাহ্যিক জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। না কোথাও কল যায়, না চালু করা যায় ডেটা। তবে এখন বেশ কিছু দামি ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা আছে, যার মাধ্যমে সরাসরি উপগ্রহ মারফত জরুরি বার্তা পাঠানো যায়। এখন যদি আপনাকে বলি, মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই না থাকলেও WhatsApp অ্যাপে ভয়েস বা ভিডিয়ো কল করতে পারবেন, তাহলে কিন্তু অবিশ্বাস্য বলেই মনে হবে। Google তাদের গ্রাহকদের জন্য এমনই সুবিধা নিয়ে এসেছে। Pixel 10 সিরিজের ফোনগুলির ব্যবহারকারীরা স্যাটেলাইট নেটওয়ার্কের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভয়েস কল এবং ভিডিয়ো কল উভয় করতে পারবে।
গুগল তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ বৈশিষ্টের ঘোষণা করেছে। টেক জায়ান্টটি জানিয়েছে, আগস্ট 28 অর্থাৎ আজ থেকে Pixel 10 সিরিজ স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করতে দেবে। প্রসঙ্গত, আজ থেকেই ভারতে Pixel 10, Pixel 10 Pro, এবং Pixel 10 Pro XL মডেল তিনটির সেল শুরু হয়েছে। এগুলি বিশ্বের প্রথম ও একমাত্র স্মার্টফোন যা ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ভয়েস কল ও ভিডিয়ো কল সম্ভব করেছে।
গুগল একটি ছোট্ট টিজার ভিডিওর মাধ্যমে বৈশিষ্ট্যটি কীভাবে কাজ করে সে সম্পর্কে জানিয়েছে। স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করার সময় স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন ফুটে উঠবে। তখন স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিও কল ধরতে পারবেন ব্যবহারকারীরা। তবে এটি মোবাইল টাওয়ার বা ওয়াইফাই-এর পরিবর্তে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হবে।
কল করা গেলেও স্যাটেলাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠানো সম্ভব হবে কিনা, সেটা অবশ্য জানা যায়নি। এই পরিষেবার সঙ্গে বেশ কিছু শর্তাবলীর কথা জানিয়েছে গুগল। প্রথমেই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কল শুধুমাত্র নির্বাচিত ক্যারিয়ারদের সাথেই কাজ করবে। এছাড়াও, বৈশিষ্ট্যটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
উল্লেখ্য, Google Pixel 10 ভারতে 79,990 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। হ্যান্ডসেটটি ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস, ও অবসিডিয়ান রঙের বিকল্পে উপলব্ধ। Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর দাম ভারতে যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলের মতো প্রো ভেরিয়েন্টগুলিতেও একই মেমরি বর্তমান। Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL কিনলে 12 মাসের জন্য বিনামূল্যে গুগলের এআই প্রো প্ল্যানের সাবস্ক্রিপশন মিলবে, যার মূল্য 19,500 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.