Google Pixel 10a ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হতে পারে।
Photo Credit: Google
Google Pixel 10a is expected to be the successor of the Pixel 9a
Google Pixel 10a ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে। গুগল প্রতি বছর প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন বাজারে আনে, আর এই বছরেও সেই রীতিতে কোনও হেরফের ঘটছে না। Google Pixel 10 সিরিজ 2025 সালের আগস্টে লঞ্চ হয়েছিল। আপকামিং Pixel 10a সেই ফ্ল্যাগশিপ সিরিজের বাজেট ফ্রেন্ডলি সংস্করণ হিসেবে আসছে। মার্কিন সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও, রিপোর্ট থেকে স্মার্টফোনটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইন, স্টোরেজ, দাম, কালার অপশন, এবং কোর ফিচার্স ফাঁস হয়েছে। চলুন এই নতুন ফোনে কী কী চমক থাকছে, সেগুলো দেখে নেওয়া যাক।
Google এখনও Pixel 10a লঞ্চের তারিখ অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে টেক ব্লগার মিস্ট্রি লুপিনের ফাঁস করা তথ্য অনুসারে, স্মার্টফোনটি ইউরোপের বাজারে ফেব্রুয়ারি 17 রিলিজ হতে পারে। এটি একই তারিখে ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি ইর্ন্টানাল স্টোরেজ অফার করতে পারে।
সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 10এ একটি 6.3 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Google Tensor G4 চিপসেট দ্বারা পরিচালিত হবে এতে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা থাকবে। সংস্থা সাত বছর OS আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে বলে আশা করা যায়।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,100mAh ব্যাটারি, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
রিপোর্ট বলছে, Pixel 10a ইউরোপের মার্কেটে 499 ইউরোতে পাওয়া যেতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 52,500 টাকার সমান। এটি বেস 128 জিবি স্টোরেজের দাম হওয়ার সম্ভাবনা। তবে ভারতের বাজারে হ্যান্ডসেটের দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে।
গুগলের নতুন ফোন চারটি কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে অবসিডিয়ান, বেরি, ফগ, ও ল্যাভেন্ডার রয়েছে৷ 128 জিবি স্টোরেজ অপশনে সমস্ত কালার মিলবে, যেখানে 256 জিবি মডেলটি কেবলমাত্র অবসিডিয়ান অপশনে আসতে পারে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability
Apple Led Market as Global Smartphone Shipments Rose 2.3 Percent YoY in Q4 2025 Despite Growing Memory Shortage: IDC