লঞ্চের আগেই ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গেল Google Pixel 3 XL

লঞ্চের আগেই ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গেল Google Pixel 3 XL

কানাডার ট্যাক্সি সার্ভিস Lyft ক্যাবে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছে।

হাইলাইট
  • লঞ্চের আগেই ট্যাক্সিতে পাওয়া গেল নতুন Google Pixel 3 XL
  • কানাডায় এই ঘটনাটি ঘটেছে
  • Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে
বিজ্ঞাপন

 

কয়েক সপ্তাহ পরেই লঞ্চ হবে নতুন Google Pixel 3 আর Pixel 3 XL। এবার লঞ্চের আগেই ট্যাক্সিতে পাওয়া গেল নতুন Google Pixel 3 XL। কানাডায় এই ঘটনাটি ঘটেছে। সেই দেশের ট্যাক্সি সার্ভিস Lyft ক্যাবে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছে। আগে একাধিক রিপোর্টে Pixel 3 XL এর ছবি দেখা গিয়েছিল। ট্যাক্সি থেকে পাওয়া এই ফোনের ছবি আগের সব ছবিকেই আরও একবার শীলমোহর দিল। ট্যাক্সি থেকে পাওয়া ফোনটির ছবি তুলে তা ইন্টারনেটে প্রাকাশ করা হয়েছে।

এই ছবিতে দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার। আগামী 4 অক্টোবর লঞ্চ হতে পারে এই ফোন।

google pixel 3 xl android police Google Pixel 3 XL

ছবি সৌজন্যে: AndroidPolice

 

Android Police ওয়েবসাইটে এই ছবি প্রকাশ পেয়েছে। ফোনের সামনে ও পিছন থেকে দুটি আলাদা ছবি প্রকাশিত হয়েছে। সামনের স্ক্রিনে ফোনের লক স্ক্রিন দেখা যাচ্ছে। এই লক স্ক্রিনে সময়, আবহাওয়ার পূর্ভাবাস, ও ফোন আনলক করার জন্য পিন এর নম্বর প্যাড দেখা যাচ্ছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার।

ফোনের পিছনে একটি ক্যামেরা থাকবে। এর পাশেই থাকবে LED ফ্ল্যাশ। নীচে থাকবে গিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথেই ফানের নীচে কোম্পানির লোগো দেখা গিয়েছে।

ঐ ট্যাক্সির ড্রাইভার কয়েকজন যাত্রীকে গন্তব্যে ছাড়ার পরেই হঠাৎ নিজের ট্যাক্সির পিছনের সিটে এই ফোন দেখতে পান। পরে তিনি ফোনটি মালিকে হাতে পৌঁছে দেন। তবে এই ছবি ট্যাক্সির ড্রাইভারের তোলা কী না তা জানা যায়নি। এর সাথেই FCC সার্টিফিকেশান ওয়েবসাইটে নতুন দুটি Google স্মার্টফোন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ফোন দুটি Pixel 3 আর Pixel 3 XL।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Pixel 3 XL, Google Pixel 3, Google
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »