ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Google। এই আপন্ত্রন পত্রে 3 নম্বরটি দেখা গিয়েছে। আমন্ত্রণ পত্রে লেখা আছে “I <3 NY”। এর ফলেই বোঝা যাচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Pixel 3 আর Pixel 3 XL।
Photo Credit: 9to5Google
বিভিন্ন সংবাদ মাধ্যমকে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Google।
অপেক্ষার অবসান। 9 অক্টোবর লঞ্চ হবে Pixel 3 আর Pixel 3 XL। নিউ ইয়র্কে এক ইভেন্টে রবিবার বিশ্বের সামনে আসতে চলেছে দুটি নতুন Google স্মার্টফোন। এর আগে কোম্পানির সব হার্ডওয়্যার লঞ্চ হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে। এই প্রথম নিউ ইয়র্কে Google-এর কোন হার্ডওয়্যার লঞ্চ হতে চলেছে। এই একই ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Pixelbook।
ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Google। এই আপন্ত্রন পত্রে 3 নম্বরটি দেখা গিয়েছে। আমন্ত্রণ পত্রে লেখা আছে “I <3 NY”। এর ফলেই বোঝা যাচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Pixel 3 আর Pixel 3 XL।
ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Pixel 3 আর Pixel 3 XL ফোনের ছবি ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে নতুন Pixel 3 তে থাকবে 5.5 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট আর 2915 mAh ব্যাটারি।
অন্যদিকে Pixel 3 XL ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। দুটি ফোনের পিছনে একটি ক্যামেরা থাকলেও সামনে দুটি করে ক্যামেরা থাকবে। সম্প্রতি কানাডায় এক ট্যাক্সির পিছনের সিট থেকে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছিল। এই ছবি প্রকাশ পায় ইন্টারনেটে। এই ছবিতে দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার। আগামী 4 অক্টোবর লঞ্চ হতে পারে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features