এসে গেলো নতুন ডিজাইনের একটি ফোল্ডবল ফোন
ভারত সহ বিশ্বব্যাপী বাজারে ,Google লঞ্চ করলো তাদের নতুন ফোল্ডাবল ফোন - Google Pixel 9 Pro Fold। ভারতে পিক্সেল ব্র্যান্ডের লঞ্চ হওয়া এটি প্রথম ফোল্ডবল ফোন।এই বছর দেশে Pixel সিরিজের চারটি হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। এই সমস্ত হ্যান্ডসেটগুলি Google -এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত।
ফোনটির অভ্যন্তরে একটি 8 ইঞ্চি এবং কভারে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি 45W চার্জিং সহ 4,650 mAh ব্যাটারী দ্বারা চালিত।
ভারতে বাজারে Pixel 9 Pro fold ফোনটি 16GB RAM সহ 256GB স্টোরেজের বিকল্পে উপলব্ধ।
কোম্পানীর জানিয়েছে ,ভারতে এটির দাম হতে পারে 1,72,999 টাকা। ফোনটি দুটি রঙের বিকল্পে বাজারে আসতে চলেছে ,Obsidian এবং Porcelain। ভারতে আগামী 22 সে আগস্ট থেকে Google Pixel 9 pro fold ফোনটির বিক্রয় শুরু হবে। কোম্পানী জানিয়েছে যে,ফোনটি Flipkart, Croma এবং Reliance Digital এইসমস্ত আউটলেটগুলির মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়াও গ্রাহকরা দিল্লি এবং বেঙ্গালুরুতে Google কোম্পানীর অধিনস্ত যেকোনো স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন।
ফোনটি Android 14 দ্বারা চালিত হবে। কোম্পানী জানিয়েছে এটিতে 7 বছরের Android Os, সিকুরিটি এবং পিক্সেল ড্রপের আপডেট দেওয়া হবে।এটি Google এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত এবং এটিতে Titan M2 সিকিউরিটির কোপ্রসেসর দেওয়া আছে।হ্যান্ডসেটটিতে একটি ন্যানো এবং একটি e-সিম থাকবে।
ফোনটিতে একটি 8-ইঞ্চি (2,076x2,152) LTPO OLED সুপার অ্যাকচুয়াল ফ্লেক্স ইনার স্ক্রীন আছে। এটির রিফ্রেশ রেট 120Hz। বাইরের অংশে এটির একটি 6.3-ইঞ্চি (1,080x2,424) OLED ডিসপ্লে আছে । এটির রিফ্রেশ রেট 120Hz । উভয়স্ক্রিনই সর্বোচ্চ 2,700 nits পর্যন্ত উজ্জ্বলতা সম্পন্ন। হ্যাণ্ডসেটটিতে Gorilla Glass Victus 2 এর সুরক্ষা আছে।
স্মার্টফোনটির বাইরের অংশে 48 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি 10.5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5X অপটিক্যাল জুমের সাথে 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। উভয়েতেই অপটিক্যাল ইমেজ স্টাবেলাইজেশন রয়েছে।এটির কভার ডিসপ্লে এবং ইনার স্ক্রিন দুটোতেই 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
এছাড়াও ফোনটির মধ্যে বিভিন্ন এডিটিং ফিচার আছে।
ফোনটির মধ্যে সংযোগস্থাপনের জন্য 5জি,WiFi 7, ব্লুটুথ 5.3,GPS,UWB এবং USB 3.2 টাইপ C পোর্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সেন্সর গুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, ইকম্পাস ইত্যাদি আছে। হ্যান্ডসেটটি 45W চার্জিং সহ 4,650 mAh এর ব্যাটারী দ্বারা চালিত এবং Qi ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য এটিতে IPX 8 রেটিং অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India