Google লঞ্চ করলো তাদের নতুন একটি ফোল্ডবল ফোন

এসে গেলো নতুন ডিজাইনের একটি ফোল্ডবল ফোন

Google লঞ্চ করলো তাদের নতুন একটি ফোল্ডবল ফোন
হাইলাইট
  • Pixel 9 Pro Fold ফোনটি Google এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত
  • এটি প্রথম ভারতে আসা পিক্সেল ফোল্ডের - ফোল্ডবেল ফোন
  • এটি 4,650mAh ব্যাটারি দিয়ে সজ্জিত
বিজ্ঞাপন

ভারত সহ বিশ্বব্যাপী বাজারে ,Google লঞ্চ করলো তাদের নতুন ফোল্ডাবল ফোন - Google Pixel 9 Pro Fold। ভারতে পিক্সেল ব্র্যান্ডের লঞ্চ হওয়া এটি প্রথম ফোল্ডবল ফোন।এই বছর দেশে Pixel সিরিজের চারটি হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। এই সমস্ত হ্যান্ডসেটগুলি Google -এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত।

ফোনটির অভ্যন্তরে একটি 8 ইঞ্চি এবং কভারে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি 45W চার্জিং সহ 4,650 mAh ব্যাটারী দ্বারা চালিত।

ভারতে Pixel 9 Pro Fold - এর দাম এবং উপলদ্ধতা:

ভারতে বাজারে Pixel 9 Pro fold ফোনটি 16GB RAM সহ 256GB স্টোরেজের বিকল্পে উপলব্ধ।
কোম্পানীর জানিয়েছে ,ভারতে এটির দাম হতে পারে 1,72,999 টাকা। ফোনটি দুটি রঙের বিকল্পে বাজারে আসতে চলেছে ,Obsidian এবং Porcelain। ভারতে আগামী 22 সে আগস্ট থেকে Google Pixel 9 pro fold ফোনটির বিক্রয় শুরু হবে। কোম্পানী জানিয়েছে যে,ফোনটি Flipkart, Croma এবং Reliance Digital এইসমস্ত আউটলেটগুলির মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়াও গ্রাহকরা দিল্লি এবং বেঙ্গালুরুতে Google কোম্পানীর অধিনস্ত যেকোনো স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন।

Pixel 9 Pro Fold এর বৈশিষ্ট্য এবং ফিচার:

ফোনটি Android 14 দ্বারা চালিত হবে। কোম্পানী জানিয়েছে এটিতে 7 বছরের Android Os, সিকুরিটি এবং পিক্সেল ড্রপের আপডেট দেওয়া হবে।এটি Google এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত এবং এটিতে Titan M2 সিকিউরিটির কোপ্রসেসর দেওয়া আছে।হ্যান্ডসেটটিতে একটি ন্যানো এবং একটি e-সিম থাকবে।

ফোনটিতে একটি 8-ইঞ্চি (2,076x2,152) LTPO OLED সুপার অ্যাকচুয়াল ফ্লেক্স ইনার স্ক্রীন আছে। এটির রিফ্রেশ রেট 120Hz। বাইরের অংশে এটির একটি 6.3-ইঞ্চি (1,080x2,424) OLED ডিসপ্লে আছে । এটির রিফ্রেশ রেট 120Hz । উভয়স্ক্রিনই সর্বোচ্চ 2,700 nits পর্যন্ত উজ্জ্বলতা সম্পন্ন। হ্যাণ্ডসেটটিতে Gorilla Glass Victus 2 এর সুরক্ষা আছে।

স্মার্টফোনটির বাইরের অংশে 48 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি 10.5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5X অপটিক্যাল জুমের সাথে 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। উভয়েতেই অপটিক্যাল ইমেজ স্টাবেলাইজেশন রয়েছে।এটির কভার ডিসপ্লে এবং ইনার স্ক্রিন দুটোতেই 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
এছাড়াও ফোনটির মধ্যে বিভিন্ন এডিটিং ফিচার আছে।

ফোনটির মধ্যে সংযোগস্থাপনের জন্য 5জি,WiFi 7, ব্লুটুথ 5.3,GPS,UWB এবং USB 3.2 টাইপ C পোর্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সেন্সর গুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, ইকম্পাস ইত্যাদি আছে। হ্যান্ডসেটটি 45W চার্জিং সহ 4,650 mAh এর ব্যাটারী দ্বারা চালিত এবং Qi ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য এটিতে IPX 8 রেটিং অন্তর্ভুক্ত করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 15T: ফের চমক ওয়ানপ্লাসের, আসছে 7,500mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের দুর্দান্ত ফোন
  2. Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম
  3. Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
  4. iQOO Z11 Turbo: iQOO-এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন 15 জানুয়ারি লঞ্চ হচ্ছে, ফিচার্স পাগলা করবে
  5. Motorola Razr Fold: মোটোরোলা পাঁচটি ক্যামেরার সাথে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনল
  6. Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন
  7. Vivo বছরের শুরুতেই দু'টি নতুন ফোন লঞ্চ করল, 6,000mAh ব্যাটারি ও 12GB RAM রয়েছে
  8. Vivo X200T বাজার কাঁপাতে এই মাসে লঞ্চ হতে পারে, দাম ফাঁস হল, ফিচার্স আলোড়ন ফেলবে
  9. Realme Pad 3: ফোনের থেকেও স্লিম ট্যাব ভারতে আনল রিয়েলমি, রয়েছে 2.8K স্ক্রিন ও 12200mAh ব্যাটারি
  10. Redmi Pad 2 Pro 5G বিশাল 12000mAh ব্যাটারি ও 12.1 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 7 বছর সফটওয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »