Google Pixel 9 সেরা ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা যুক্ত স্মার্টফোনগুলির মধ্যে একটি।
Photo Credit: Google
Google Pixel 9 Now Available For Rs 54,999
Amazon ও Flipkart-এর ফেস্টিভ সেলের সময় ফোন কিনতে পারেননি বলে আফসোস করছেন? ভাবছেন, মেগা ডিসকাউন্ট এবং অফার পেতে আবার এক বছর অপেক্ষা। তবে অসাধারণ ক্যামেরার কোনও প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইলে, Google Pixel 9 উইশলিস্টে রাখতে পারেন। কারণ Flipkart ফোনটিকে তার লঞ্চ প্রাইসের থেকে 25,000 টাকা সস্তায় বিক্রি করছে। এটি গুগলের নিজস্ব ডিভাইস হওয়ার ফলে 7 বছর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাওয়া যাবে। পাশাপাশি, ম্যাজিক ইরেজার, বেস্ট টেক, ফটো আনব্লার, ও নাইট সাইটের মতো AI-চালিত ফিচার্স মডেলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Google Pixel 9 গত বছর আগস্ট মাসে 79,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের একটি ভ্যারিয়েন্টে এসেছিল। ফোনটি ফ্লিপকার্টে 54,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ ফ্ল্যাট 25,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,747 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, মোট 27,800 টাকা সাশ্রয়ের সুযোগ মিলবে।
Google Pixel 9 পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 49,550 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনটি পোর্সেলিন, অবসিডিয়ান, উইন্টারগ্রীন, ও পিওনি রঙের বিকল্পে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন