কোম্পানির ফ্ল্যাগশিপ Honor 10 এর GT ভেরিয়েন্ট লঞ্চ করল Huawei এর সাবব্র্যান্ড Honor। চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Honor 10 GT এর অন্যতম প্রধান ফিচার ফোনের 8GB RAM। আর এই ফোনে কোম্পানির GPU টার্বো টেকনোলজি ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে আপাতত বিটা টেস্টিং এ রয়েছে এই টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যবমে 30 শতাংশ কম বিদ্যুৎ খরচ করে 60 শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে। এছাড়াও Honor 10 GT তে একটি ট্রাইপড ছাড়া নাইট মোড যোগ হয়েছে। এছাড়া এই ফোনের সব স্পেসিফিকেশান Honor 10 এর সাথে মিলে যায়।
এশিয়া পেসিফিক, ইউরোপ, ভারত ও মধ্য প্রাচ্যের দেশগুলিতে আগস্ট মাসেই Honor 10 ফোনে কোম্পানির টার্বো টেকনোলজি চলে আসবে। যদিও 8GB ভেরিয়েন্টের Honor 10 এর দাম জানা যায়নি। 24 জুলাই থেকে চিনে Honor 10 GT এর বিক্রি শুরু হবে। সাধারন Honor 10 এ 15 জুলাই থেকে GPU টার্বো পৌঁছে যাবে। প্রসঙ্গত চিনে Honor 10 এর 6GB ভেরিয়েন্টের দাম 2599 ইউয়ান (প্রায় 26,800 টাকা)। ভারতে Honor 10 এর দাম 32,999 টাকা।
RAM আপডেট ছাড়া Honor 10 GT তে আর কোন পরিবর্তন দেখা যাবে না। ডুয়াল সিম এই ফোনে চলবে লেটেস্ট Android 8.1 Oreo। Honor 10 GT তে থাকছে একটি 5.84 ইঞ্চি Full HD+ 19:9 ফুল ভিউ ডিসপ্লে। হ্যান্ডসেটের ভিতরে থাকবে HiSilicon Kirin 970 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 10 GT তে থাকবে ডুয়াল রিয়ার AI ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রাইমারী সেন্সার ও একটি 16MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Honor 10 GT তে একটি 24MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনে একটি 3400 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন