Honor 7S ফোনের স্পেসিফিকেশান Honor Play 7 ফোনের সাথে অনেকটা মিলে যায়। তবে Honor 7 ফোনে সামান্য কিছু পরিবর্তন করে বাজারে আসবে এই ফোন। পাকিস্তানে Honor 7S এর দাম 14,499 পাকিস্তান রুপি (প্রায় 8,400 টাকা)।
ছবি তোলার জন্য Honor 7S এ থাকছে 13MP সেন্সার।
শিঘ্রই ভারতে আসতে চলেছে Honor 7S। সম্প্রতি এই কথা জানিয়েছে Huawei। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে Honor 7S এর টিজার দেখানো হয়েছে। এর সাথেই ওয়েবসাইটে একট প্রতিযোগিতা শুরু করেছে কোম্পানি। এই প্রতিযোগিতার বিজয়ীদের বিনামূল্যে Honor 7S দেবে Huawei। ইতিমধ্যেই পাকিস্তানে Honor 7S লঞ্চ হয়েছে। লঞ্চ ইভেন্টে ফোনের দাম ও কবে থেকে তা পাওয়া যাবে তা জানানো হবে।
Honor 7S ফোনের স্পেসিফিকেশান Honor Play 7 ফোনের সাথে অনেকটা মিলে যায়। তবে Honor 7 ফোনে সামান্য কিছু পরিবর্তন করে বাজারে আসবে এই ফোন। পাকিস্তানে Honor 7S এর দাম 14,499 পাকিস্তান রুপি (প্রায় 8,400 টাকা)।
Honor 7S এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Honor 7S এ রয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড-কোর MediaTek MT6739 চিপসেট, 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Honor 7S এ থাকছে 13MP সেন্সার। সাথে থাকবে PDAF অটোফোকাস আর LED ফ্ল্যাশ। এর সাথেই একটি 5MP সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 7S এ রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2 with LE, GLONASS, GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Honor 7S এ থাকবে একটি 3020 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai