গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা।
1,000 টাকা সস্তা হয়েছে Honor 8C ফোনের বেস ভেরিয়েন্ট
ভারতে সস্তা হল Honor 8C। Amazon.in থেকে 9,999 টাকায় এই ফোন পাওয়া যায়। এবার 8,999 টাকায় এই ফোন পাওয়া যাবে। সম্প্রতি Gadgets 360 কে এই ফোনের দাম কমার খবর জানিয়েছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা। সোমবার ভারতে বিক্রি শুরু হল লেটেস্ট Honor স্মার্টফোন।
সস্তা হয়ে 4GB RAM/32GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 8,999 টাকা। তবে 64GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 12,999 টাকা। চারটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Honor 8C। শুধুমাত্র Amazon.in আর HiHonor স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে। 4GB RAM/ 32GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Honor 8C তে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 LE with aptX, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability