সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Honor 8X। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন ভারতে লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। বুধবার থেকে ভারতে বিক্রি শুরু হল Honor 8X। Honor 8X এ রয়েছে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে, থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 8X এর দাম 14,900 টাকা। 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 16,999 টাকা। আর 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 18,999 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে Honor 8X।
Honor 8X এ রয়েছে 6.5 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 8X এ রয়েছে 20MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে 16MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 8X এ থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac (2.4GHz and 5GHz), Bluetooth v4.2 LE সাথে aptX সাপোর্ট, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি micro-USB পোর্ট আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। Honor 8X এর ভিতরে রয়েছে একটি 3750 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন