লঞ্চ হল নতুন মিডরেঞ্জ স্মার্টফোন Honor Note 10। চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei এর সাবব্র্যান্ড Honor। নতুন এই ফোনে রয়েছে একটি 6.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। এর সাথেই Honor Note 10 তে ডলবি প্যানোরামিক অডিও ব্যবহার করা হয়েছে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Note 10 এর ক্যামেরাতেও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করেছে Honor। এই ফোনে নতুন ‘নাইন লিকুইড কুলিং টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোন ব্যবহারের সময় তা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা থাকবে।
4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor Note 10 এর দাম 2,799 ইউয়ান (প্রায় 28,100 টাকা)। 6GB RAM আর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,199 ইউয়ান (প্রায় 32,100 টাকা)। এছাড়াও 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor Note 10 এর দাম 3,599 ইউয়ান (প্রায় 36,100 টাকা)। 3 আগস্ট থেকে চিনে এই সবকটি ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে। মিডনাইট ব্ল্যাক, ফ্যান্টম ব্লু আর লিলি হোয়াইট কালার ভেরিয়েন্টে Honor Note 10 পাওয়া যাবে।
ডুয়াল সিম Honor Note 10 এ লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Honor Note 10 এ রয়েছে একটি 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর 6.95 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। Note 10 এর ভিতরে একটি HiSilicon Kirin 970 ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে GPU Turbo, 6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Note 10 এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে এই ক্যামেরায় একটি 24MP প্রাইমারি সেন্সার আর একটি 16MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইমেজ স্টেবিলাইজেশান ব্যবহার করা হয়েছে। এর সাথেই Honor Note 10 এ একটি 13MP সেলফি ক্যামেরা থাকবে। এই সব ফোনেই আর্তীফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে বলে জানিয়েছে Honor।
কানেক্টিভিটির জন্য Honor Note 10 এ থাকবে s 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, NFC আর USB Type-C। এই ফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথেই Honor Note 10 এ একটি 5000 mAH ব্যাটারি থাকবে বলে জানিয়েছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন