আগামী 6 আগস্ট ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে Huawei এর সাব ব্র্যান্ড Honor। কোম্পানির গেমিং সেন্ট্রিক Honor Play ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। আগামী বুধবার থেকে শুধুমাত্র Amazin.in থেকেই Honor Play কিনতে পাওয়া যাবে। কোম্পানির GPU টার্বো টেকনোলিজি ব্যবহার করে এই ফোনে ভালো গেমিং পারফর্মেন্স পাওয়া যাবে। গত জুন মাসে চিনে Honor Play ফোনটি লঞ্চ হয়েছিল। Honor Play তে থাকবে শক্তিশালী Hisilicon Kirin 970 চিপসেট।
দুটি আলাদা ভেরিয়েন্টে চিনে Honor Play পাওয়া যায়। 4GB RAM Honor Play এর দাম 1,999 ইউয়ান (প্রায় 21,000 টাকা)। আর 6GB RAM Honor Play এর দাম 2,399 ইউয়ান (প্রায় 25,100 টাকা)।
Honor Play তে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। Honor Play তে থাকবে শক্তিশালী Hisilicon Kirin 970 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB ইনবিল্ট স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor Play তে ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও Honor Play তে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে। এই সব ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা থাকবে।
কানেক্টিভিটির জন্য Honor Play তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, GPS আর USB Type-C। এছাড়াও এই ফোনে একটি 3750 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Honor Playএর ওজন 176 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন