Photo Credit: Honor
Honor X70 ফোনে IP66 + IP68 + IP68 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে।
Honor X70 বাজারে আলোড়ন ফেলে হাজির। সারাদিন যারা ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাদের চার্জ শেষ হওয়ার উদ্বেগ কমাতে 8,300mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ফলে বার বার চার্জারের তার স্মার্টফোনে গুঁজতে হবে না। ভারী ব্যবহারেও ফুল চার্জে গোটা দিন আরামসে চলে যাবে। ব্যাটারির সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। Honor X70 এর আরও একটি বিশেষত্ব হল 6,000 নিটের সর্বাধিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে। এছাড়াও, 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, IP66 + IP68 + IP69 ট্রিপল ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে। চলুন দেখে নিই, নতুন লঞ্চ হওয়া এই ফোনের দাম কত এবং অন্যান্য ফিচার্সই বা কেমন।
Honor X70 স্মার্টফোনে 6.79 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,200 x 2,640 পিক্সেল) রেজোলিউশন, HDR, এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। কোম্পানির দাবি, এতে তাদের নিজস্ব Oasis আই প্রোটেকশন রয়েছে ও এটি 3,840 হার্টজ ফ্রিকোয়েন্সি PWM ডিমিং প্রদান করবে। অনার স্ক্র্যাচ এবং ঘর্ষণ থেকে স্ক্রিন সুরক্ষিত রাখতে অ্যালুমিনোসিলিকেট গ্লাস ব্যবহার করেছে।
অনার এক্স70 ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ f1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যায়। এআই এলিমিনেট, এআই ফেস রিস্টোরেশন, এআই কাটআউট ডিসপ্লেসমেন্ট, এআই অ্যান্টি-গ্লেয়ার, এবং এআই স্টাইলাইজেশনের মতো AI-নির্ভর এডিটিং টুলস রয়েছে।
Honor X70 যেমন দীর্ঘক্ষণ জলে ডুবে থাকতে সক্ষম, তেমনই উচ্চ-তাপমাত্রার গরম জল বা হাই-প্রেশার জলের স্প্রে সহ্য করতে পারে। ফোনটিতে হিস্টেন 7.3 সাউন্ড সহ ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে। সিকিউরিটির জন্য, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর এবং Adreno 810 GPU-এর সাথে এসেছে। এটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত।
এছাড়া, ফোনটিতে 8,300mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার 512 জিবি স্টোরেজ ভার্সনে 80W পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জের সুবিধা মেলে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর ম্যাজিকওএস 9.0 কাস্টম স্কিনে রান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন