Honor X70 রেকর্ড ভেঙে 8,300mAh শক্তির ব্যাটারির সাথে বাজারে এল, দাম বিশাল সস্তা

Honor X70 স্মার্টফোনে 6.79 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে।

Honor X70 রেকর্ড ভেঙে 8,300mAh শক্তির ব্যাটারির সাথে বাজারে এল, দাম বিশাল সস্তা

Photo Credit: Honor

Honor X70 ফোনে IP66 + IP68 + IP68 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে।

হাইলাইট
  • Honor X70-এর 50MP প্রাইমারি ক্যামেরায় OIS ফিচার আছে
  • ফোনটি 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • এটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ
বিজ্ঞাপন

Honor X70 বাজারে আলোড়ন ফেলে হাজির। সারাদিন যারা ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাদের চার্জ শেষ হওয়ার উদ্বেগ কমাতে 8,300mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ফলে বার বার চার্জারের তার স্মার্টফোনে গুঁজতে হবে না। ভারী ব্যবহারেও ফুল চার্জে গোটা দিন আরামসে চলে যাবে। ব্যাটারির সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। Honor X70 এর আরও একটি বিশেষত্ব হল 6,000 নিটের সর্বাধিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে। এছাড়াও, 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, IP66 + IP68 + IP69 ট্রিপল ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে। চলুন দেখে নিই, নতুন লঞ্চ হওয়া এই ফোনের দাম কত এবং অন্যান্য ফিচার্সই বা কেমন।

Honor X70 স্পেসিফিকেশন, ফিচার্স

Honor X70 স্মার্টফোনে 6.79 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,200 x 2,640 পিক্সেল) রেজোলিউশন, HDR, এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। কোম্পানির দাবি, এতে তাদের নিজস্ব Oasis আই প্রোটেকশন রয়েছে ও এটি 3,840 হার্টজ ফ্রিকোয়েন্সি PWM ডিমিং প্রদান করবে। অনার স্ক্র্যাচ এবং ঘর্ষণ থেকে স্ক্রিন সুরক্ষিত রাখতে অ্যালুমিনোসিলিকেট গ্লাস ব্যবহার করেছে।

অনার এক্স70 ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ f1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যায়। এআই এলিমিনেট, এআই ফেস রিস্টোরেশন, এআই কাটআউট ডিসপ্লেসমেন্ট, এআই অ্যান্টি-গ্লেয়ার, এবং এআই স্টাইলাইজেশনের মতো AI-নির্ভর এডিটিং টুলস রয়েছে।

Honor X70 যেমন দীর্ঘক্ষণ জলে ডুবে থাকতে সক্ষম, তেমনই উচ্চ-তাপমাত্রার গরম জল বা হাই-প্রেশার জলের স্প্রে সহ্য করতে পারে। ফোনটিতে হিস্টেন 7.3 সাউন্ড সহ ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে। সিকিউরিটির জন্য, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর এবং Adreno 810 GPU-এর সাথে এসেছে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। 

এছাড়া, ফোনটিতে 8,300mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার 512 জিবি স্টোরেজ ভার্সনে 80W পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জের সুবিধা মেলে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর ম্যাজিকওএস 9.0 কাস্টম স্কিনে রান করে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.79-inch
Processor Qualcomm Snapdragon 6 Gen 4
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 8300mAh
OS Android 15
Resolution 1200x2640 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস
  2. iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, Apple-এর সামনে নজির গড়ার হাতছানি
  3. Honor X70 রেকর্ড ভেঙে 8,300mAh শক্তির ব্যাটারির সাথে বাজারে এল, দাম বিশাল সস্তা
  4. iPhone 16 বিক্রি হচ্ছে বিপুল ছাড়ে, এত কম দাম বিশ্বাস হবে না, কোথায় পাবেন জেনে নিন
  5. ভিভোর চমক! আসছে দেশের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড স্ক্রিনের ফোন Vivo T4R 5G
  6. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে Realme 15 Pro 5G
  7. Samsung Galaxy S25 FE উন্নত সেলফি ক্যামেরা ও আরও শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসছে
  8. Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর
  9. Samsung-এর নতুন চমক Galaxy F36 লঞ্চ হচ্ছে 19 জুলাই, থাকবে অসাধারণ AI ফিচার্স
  10. কম্পিউটারের দুনিয়ায় বিপ্লব ঘটালেন আম্বানি, মাত্র 5,499 টাকায় হাজির AI প্রযুক্তির JioPC
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »