স্টোরেজ নিয়ে ভাবনা শেষ, ফোনেই ধরবে 60,000 ছবি, এন্ট্রি নিচ্ছে Honor X7c 5G

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 অগাস্ট 2025 19:06 IST
হাইলাইট
  • Honor X7c 5G ফোনে 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে
  • স্মার্টফোনটি ডুয়াল স্টেরিও স্পিকার অফার করবে
  • Honor X7c 5G গত বছর গ্লোবালি লঞ্চ হয়েছিল

Honor X7c 5G এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে

Photo Credit: Honor

সবকিছু ঠিকঠাক চললে Honor X7c 5G চলতি মাসে ভারতে আত্মপ্রকাশ করতে পারে। শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে স্মার্টফোনটির মাইক্রোসাইট ভারতের অন্যতম জনপ্রিয় একটি ই-কমার্স ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে হ্যান্ডসেটটির ডিজাইনের পাশাপাশি বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, Honor X7c 5G গত বছর আর্ন্তজাতিক বাজারে উন্মোচিত হয়েছিল। কিন্তু তখন ভারতে আসেনি এটি। ফোনটির ভারতীয় ভার্সনে 5,200mAh ব্যাটারি পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। সঙ্গে মিলবে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট। অনার জানিয়েছে, তাদের আসন্ন মোবাইল ফোনটি ভারতের বাজারে দু'টি রঙে বিক্রি হবে।

Honor X7c 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

সম্প্রতি লাইভ হওয়া Honor X7c 5G এর মাইক্রোসাইট আরও স্পেসিফিকেশন এবং ফিচার্সের সাথে আপডেট করা হয়েছে। স্মার্টফোনটি অ্যামাজনে ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যাবে। ল্যান্ডিং পেজ থেকে জানা গিয়েছে যে, মডেলটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরে চলবে, যা 4 ন্যানোমিটার প্রসেসিং নোডের উপর ভিত্তি করে তৈরি।

ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Honor X7c 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে খুব সম্ভবত একটি 2 মেগাপিক্সেল সেন্সর দেখা যেতে পারে। ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP64 রেটিংও থাকবে।

Honor X7c 5G এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 850 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। ফোনটিতে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh ক্ষমতার ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানির দাবি, এটি 24 ঘন্টা অনলাইন স্ট্রিমিং, 18 ঘন্টা অনলাইন শর্ট ভিডিও, 59 ঘন্টা মিউজিক প্লেব্যাক ও 46 ঘন্টা পর্যন্ত ভয়েস কলিং টাইম অফার করবে। সঙ্গে একটি আল্ট্রা পাওয়ার-সেভিং মোড থাকবে, যা 2 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 75 মিনিট ধরে ভয়েস কল করার জন্য ব্যাকআপ দিতে সক্ষম।

এই ফোনে 8 জিবি ফিজিক্যাল র‍্যাম ও 8 জিবি ভার্চুয়াল র‍্যাম রয়েছে, যা ব্র্যান্ডটি মোট 16 জিবি র‍্যাম হিসাবে প্রচার করছে। ফোনটিতে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে, যা 60,000 পর্যন্ত ছবি স্টোর করতে দেবে বলে দাবি করা হচ্ছে। বাইরে আরও ভাল করে শোনার জন্য 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপও থাকবে।

উল্লেখ্য, Honor একটি 10,000mAh ব্যাটারির নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। এতে MediaTek Dimensity 8500 চিপসেট থাকতে পারে। অন্যদিকে, Xiaomi-এর সাব-ব্র্যান্ড রেডমিও 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারি যুক্ত ফোন তৈরি করছে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে সিলিকন-কার্বন প্রযুক্তির আপগ্রেড ভার্সন থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  2. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  3. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  4. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  5. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  6. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  7. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
  8. লঞ্চের আগেই Oppo Find X9 স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল
  9. সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
  10. Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition ভারতে আসছে, থাকবে ড্রাগনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.