Honor X7d 5G এআই ইরেজার, এআই আইজ ওপেন, এবং এআই আউটপেইন্টিং সহ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বৈশিষ্ট্য অফার করে।
Photo Credit: Honor
Honor X7d 5G এর বডি IP65 সার্টিফায়েড
Honor X7d 5G নিঃশব্দে আত্মপ্রকাশ করল। এই বাজেট 5G স্মার্টফোনে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,500mAh ব্যাটারি রয়েছে। ফোনটি একটি ফিজিক্যাল সাইড বাটনের সঙ্গে এসেছে, যেটি ব্যবহারকারীরা চেপে সঙ্গে সঙ্গে বিভিন্ন কমান্ড চালু করতে বা অ্যাপ খুলতে পারবেন। হ্যান্ডসেটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একঝাঁক ফিচার্স অফার করে। Honor X7d 5G এর বডি IP65 সার্টিফায়েড, যার অর্থ এটি ধুলোবালি থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে। আবার ফোনটি বৃষ্টি বা হালকা জলের ছিটে সহ্য করতে পারে। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 400 শতাংশ ভলিউম সহ ডুয়াল স্টেরিও স্পিকার, NFC, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও 5-স্টার SGS প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স।
Honor X7c 5G এর সামনে 6.7 ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা HD+ রেজোলিউশন (720x1,610 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি বেশ শক্তপোক্ত। এটি পড়ে গেলে ভেঙে যাওয়া বা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। এতে Snapdragon 6s Gen 3 প্রসেসর ও Adreno A619 GPU দেওয়া হয়েছে। চিপটি 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। সফটয়্যারের দিক থেকে, এতে Android 15 নির্ভর সংস্থার নিজস্ব Magic OS 9.0 কাস্টম সফটওয়্যার রয়েছে।
Honor X7d 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সহ এসেছে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য সামনের দিকে, f/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটি এআই ইরেজার, এআই আইজ ওপেন, এবং এআই আউটপেইন্টিং সহ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বৈশিষ্ট্য অফার করে।
অনার ফোনটির দাম এখনও ঘোষণা করেনি। বর্তমানে এটি সংস্থাটির মালয়েশীয় শাখার ওয়েবসাইটে ডেজার্ট গোল্ড এবং ভেলভেট ব্ল্যাক কালারে লিস্টেড আছে। প্রসঙ্গত, Honor X7c 5G আগস্টের মাঝামাঝি ভারতে লঞ্চ হয়েছে। প্রাথমিক দাম 14,999 টাকা রাখা হয়েছিল। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্ট এসেছে। ফোনটি ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে।
Honor X7c 5G ফোনটিতে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh ব্যাটারি আছে। এতে আল্ট্রা পাওয়ার সেভিং মোড আছে, যার মাধ্যমে 2 শতাংশ চার্জেও 75 মিনিট ধরে মোবাইলে কথা বলা যাবে। হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। কোম্পানির AI ইমেজ প্রসেসিং ছবি আরও শার্প করে এক্সপোজারের ভারসাম্য বজায় রাখে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected