বৃহষ্পতিবার ভারতে নতুন ফোন লঞ্চ করল Huawei। নতুন দিল্লিতে এক ইভেন্টে Huawei Nova 3 আর Huawei Nova 3i ফোন দুটি লঞ্চ হয়েছে। ভারতে শুধুমাত্র Amazon থেকেই এই দুটি ফোন কেনা যাবে। Huawei Nova 3i এর অন্যতম প্রধাণ আকর্ষণ ফোনের 6.3 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 SoC চিপসেট আর 3340 mAh ব্যাটারি। অন্যদিকে Huawei Nova 3 তে থাকবে Kirin 970 চিপসেট আর 3750 mAh ব্যাটারি। দুটি ফোনএর ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 19.5:9।
ভারতে শুধুমাত্র 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে Huawei Nova 3 লঞ্চ হয়েছে। ভারতে Huawei Nova 3 এর দাম 34,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Huawei Nova 3i। ভারতে Huawei Nova 3i এর দাম 20,990 টাকা। আইরিস পার্পেল ও ব্যাল্ক কালার ভেরিয়েন্টে এই দুটি ফোন পাওয়য যাবে।
বৃহষ্পরিবার দুপুর 2টো থেকে Huawei Nova 3 আর Huawei Nova 3i এর প্রি-বুকিং শুরু হবে। Amazon.in থেকে এই ফোন দুটি প্রি-বুক করা যাবে। লঞ্চ অফারে নো কস্ট EMI এর সাথেই 2000 টাকা ছাড় পাওয়া যাবে। Jio গ্রাহকরা 1200 টাকা ক্যাশব্যাক ও 100GB অতিরিক্ত ডাটা পাবেন। 23 আগস্ট Huawei Nova 3 বিক্রি শুরু হবে। অন্যদিকে 7 আগস্ট থেকে Huawei Nova 3i কেনা যাবে। দুটি ফোন প্রি-বুক করলে গ্রাহকরা 1000 টাকা ছাড় পাবেন।
ডুয়াল সিম Huawei Nova 3 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 970 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Nova 3 তে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জবন্য Huawei Nova 3i তে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 3 তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3 তে একটি 3750mAh ব্যাটারি থাকবে।
ডুয়াল সিম Huawei Nova 3i তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3i তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/ 6GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Nova 3iতে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জবন্য Huawei Nova 3i তে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 3i তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3i তে একটি 3340mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন