Photo Credit: Huawei
লঞ্চ হল Huawei Nova 7i। সম্প্রতি মালয়েশিয়ায় এই ফোন নিয়ে এসেছে Huawei। এই ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের কোয়াড রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গোলাপি, কালো ও সবুজ রঙে পাওয়া যাবে Huawei Nova 7i।
মালয়েশিয়ায় Huawei Nova 7i এর দাম 1,099 রিঙ্গিত (প্রায় 18,900 টাকা)। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 22 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Huawei।
ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)
Huawei Nova 7i -তে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.0.1 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM, 128GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।
Huawei Nova 7i -এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/a/ac, Bluetooth 5.0, USB Type-C port ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন