আজ সকাল 10 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে নতুন ফোন লঞ্চ করবে Huawei। Huawei Y9 (2019) এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ।
Huawei Y9 (2019) এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে আর Kirin 710 চিপসেট
বৃহস্পতিবার ভারতে আসছে Huawei Y9 (2019)। আজ সকাল 10 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে নতুন ফোন লঞ্চ করবে Huawei। Huawei Y9 (2019) এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) ফোনের অন্যতম প্রধান আকর্ষন TurboGPU, 4,000 mAh ব্যাটারি আর Fingerprint 4.0।
আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যামেরা সহ বৃহস্পতিবার লঞ্চ হচ্ছে নতুন Redmi ফোন, সরাসরি দেখবেন কীভাবে?
গত বছর অক্টোবরে Huawei Y9 (2019) ফোন ঘোষণা করা হয়েছিল। এখনও এই ফোনের দাম জানায়নি Huawei। Amazon.in থেকে পাওয়া যাবে Huawei Y9 (2019)।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 10 Lite
Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
আরও পড়ুন: সস্তা হল Redmi Y2, কতো দামে পাওয়া যাচ্ছে এই ফোন?
Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Sale Offers
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery