শুরু হল ‘I Love Mi' ডেজ সেল। এই সেলে Flipkart, Amazon ও Mi.com ওয়েবসাইটে একাধিক Xiaomi প্রোডাক্ট সস্তা হয়েছে। দাম কমেছে Redmi 6, Redmi Note 6 Pro আর Redmi Note 5 Pro এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। এছাড়াও সস্তা হয়েছে কোম্পানির Mi Band HRX এডিশন ফিটনেস ব্যান্ড আর Mi TV 4A Pro স্মার্ট টিভি।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
13,999 টাকার পরিবর্তে ‘I Love Mi' সেলে মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 6 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। 6GB RAM ভেরিয়েন্ট এ এই ফোন কিনতে খরচ হবে 14,999 টাকা। গত বছর লঞ্চের সময় এই ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা।
আরও পড়ুন: 48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X
Redmi Note 6 Pro এর মতই Redmi Note 5 Pro ফোনেও আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে Xiaomi। 2000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই ফোন। 6GB RAM ভেরিয়েন্ট এর দাম কমে হয়েছে 12,999 টাকা। Redmi 6 ফোনের 3GB RAM/ 64GB কিনতে খরচ হবে 8,499 টাকা।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
একাধিক স্মার্টফোনের মতোই সস্তা হয়েছে Mi Band HRX এডিশন। মাত্র 1,299 টাকায় পাওয়া যাচ্ছে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও 43 ইঞ্চি Mi TV 4A স্মার্ট টিভির দাম কমে হয়েছে 22,999 টাকা আর 49 ইঞ্চি Mi TV 4A কিনতে 30,999 টাকা খরচ হবে।
13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে I Love Mi ডেজ সেল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন