10 জানুয়ারি এক ইভেন্টে নতুন Redmi ফোন লঞ্চ হবে। সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেডিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ঘোষণা করেছিলেম Xiaomi প্রধান লেই জুন।
Photo Credit: Weibo/ Lei Jun
JD.com এ নতুন Redmi X ফোনের দাম 9,999 ইউয়ান (প্রায় 1,02,300 টাকা)
10 জানুয়ারি লঞ্চ হবে নতুন Redmi ফোন। নতুন ফোন নিয়ে ধোঁয়াশা কাটছে না। লঞ্চের ঠিক আগে চিনের জনপ্রিয় এক ই-কমার্স ওয়েবসাইটে Redmi X নামে নতুন একটি ফোন দেখা গিয়েছে। এই লিস্টিং এ Redmi X ফোনের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। এছাড়াও শাওমি প্রধান লেই জুন পরবর্তী শাওমি ফোনের তিন টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
JD.com এ নতুন Redmi X ফোনের দাম 9,999 ইউয়ান (প্রায় 1,02,300 টাকা)। নিঃসন্দেহে লঞ্চের আগে ফোনের আসল দাম গোপন রাখার জন্য এই দাম প্রকাশি করা হয়েছে। নতুন এই ফোনের নাম Redmi X। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন ফোনের নাম Redmi Note 7 অথবা Redmi Pro 2 হতে পারে।
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
JD.com এর লিস্টিং ছাড়াও শাওমি প্রধান সোশ্যাল মিডিয়াল এই ফোনের তিনটি ছবি প্রকাশ করেছেন। গোলাপী, কালো আর নীল রঙে ফোনগুলি দেখা গিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষন 48MP Sony IMX568 ক্যামেরা সেন্সার।
আরও পড়ুন: সস্তা হল Mi A2, কত দামে পাওয়া যাচ্ছে এই ফোন?
10 জানুয়ারি এক ইভেন্টে নতুন Redmi ফোন লঞ্চ হবে। সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেডিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ঘোষণা করেছিলেম Xiaomi প্রধান লেই জুন।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে একই ইভেন্টে Redmi Note 7 লঞ্চ হবে। লঞ্চের সময় Redmi Note 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকবে শক্তিশালী Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। Slash Leaks এ প্রকাশিত পোস্টারে Redmi Note 7 কে সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টহাই নচ, আর ডুয়াল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে গ্রেডিএন্ট ফিনিশ। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Note 7।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters