ভারতের স্মার্টফোন বাজারে হু হু করে Realme -র জনপ্রিয়তা বাড়ছে। এছাড়াও 2019 সালে ভারতের বাজারে জমি শক্ত করেছে Oppo ও Vivo। যদিও নিজের বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন কোম্পানি Xiaomi। অন্যদিকে দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে Samsung।
সম্প্রতি ভারতে স্মার্টফোন বিক্রির খতিয়ান পেশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC)। এই রিপোর্টে জানানো হয়েছে 2019 সালে ভারতে মোট 4.36 কোটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। যা 2018 সালের তুলনায় 9.2 শতাংশ বেশি। গত বছর ভারতের স্মার্টফোন বাজারের 28.6 শতাংশ দখল করে রেখেছিল Xiaomi।
ভারতে মোট স্মার্টফোন বিক্রির নিরিখে এখনও দুই নম্বরে রয়েছে Samsung। গত বছর ভারতে মোট 3.1 কোটি স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। যা 2018 সালের তুলনায় 2.8 শতাংশ কম।
2019 সালে ভারতে সবথেকে বেশি বৃদ্ধির হার দেখেছে Realme। 2018 সালের তুলনায় 2019 সালে 263.5 শতাংশ বেড়েছে চিনের কোম্পানিটি। গত বছর মোট 1.62 কোটি স্মার্টফোন বিক্রি করেছে Realme। যা 2019 সালে ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 10.6 শতাংশ।
মিলেছে ছাড়পত্র, শীঘ্রই পেমেন্ট সার্ভিস নিয়ে আসতে পারে WhatsApp
এছাড়াও 2019 সালে ভারতে 2.38 কোটি Vivo ও 1.63 কোটি Oppo ফোন বিক্রি হয়েছে। 2018 সালের তুলনায় এই দুই চিনা কোম্পানির বৃদ্ধির হার যথাক্রমে 67 শতাংশ ও 60.5 শতাংশ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
2019 সালের ভারতে মোট 15.25 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা 2018 সালে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের থেকে 8 শতাংশ বেশি। 2018 সালে ভারতে মোট 141.1 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন