সস্তায় আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Infinix কোম্পানী nfinix Note 40X

ভারতের বাজারে নতুন স্মার্ট ফোন লঞ্চ হতে চলেছে এই 5ই আগস্ট।

সস্তায় আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Infinix কোম্পানী nfinix Note 40X

Photo Credit: Infinix

হাইলাইট
  • Infinix Note 40X 5G-তে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
  • এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে।
  • এটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
বিজ্ঞাপন

আগামী 5ই আগস্ট চীনা কোম্পানী Infinix, ভারতে তার নতুন ফোন লঞ্চ করতে চলেছে যেটি হলো Infinix Note 40X। সস্তার মধ্যে অসাধারণ পারফরমেন্স যুক্ত এই ফোনটি পাওয়া যাবে। ইতি মধ্যে কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট এটির ছবি ও স্পেসিফিকেশন ও দেওয়া হয়ে গেছে। 

জেনে নিন Infinix Note 40X এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য :

সূত্র থেকে জানা যাচ্ছে যে Infinix Note 40X ফোনটি 5G কম্বিনেশনের সাথে আসছে। এটিতে একটি বড় 6.78 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে, ফোনটির পিছনে আয়তকার ক্যামেরা সেট আপ আছে। ফোনটির পাশে ফিঙ্গার প্রিন্ট সেট আপ করা হয়েছে। ফোনটিকে একটি অন্যতম মানের গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটির জন্য ফোনটিকে দেখতে আকর্ষণীয় করে তুলেছে।

প্রসেসর: ফোনটি Media Tek Dimemsity 6300 5G SoC প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে 8জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।

ক্যামেরা: এই স্মার্ট ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। AI ভিত্তিক 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। কোয়াড LED ফ্ল্যাশ লাইট আছে। HDR সেটিং সহ এটিতে 15 টি ক্যামেরা মোড আছে এবং এটিতে সেলফির জন্য LED ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

ব্যাটারী: নতুন Infinix Note 40X হ্যান্ডসেটটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। এটি 18W দ্রুত চার্জিং দ্বারা যুক্ত। এটিতে একটি 5000 mAh ব্যাটারী থাকতে পারে।
কালার: এই নতুন অ্যান্ড্রয়েড ফোনটিকে 3 টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। যেগুলো হলো লাইম গ্রীন, পাম ব্লু, স্টারলিট ব্ল্যাক।

দাম: আশা করা যাচ্ছে ভারতে এই ফোনটির দাম প্রায় 10,000 টাকা হতে পারে। যদি পরে এই হ্যান্ডসেট টি আপগ্রেড ভার্সনের সাথে আসে যেমন – 8GB RAM সহ 256GB স্টোরেজ,তাহলে এটির দাম প্রায় 19,999 টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যান্য: Infinix Note 40X হ্যান্ডসেটটিতে DTS অডিও সহ ডুয়াল স্পিকার থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  2. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  3. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  4. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  5. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  6. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  7. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  8. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  9. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  10. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »