সস্তায় আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Infinix কোম্পানী nfinix Note 40X

সস্তায় আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Infinix কোম্পানী nfinix Note 40X

Photo Credit: Infinix

হাইলাইট
  • Infinix Note 40X 5G-তে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
  • এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে।
  • এটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
বিজ্ঞাপন

আগামী 5ই আগস্ট চীনা কোম্পানী Infinix, ভারতে তার নতুন ফোন লঞ্চ করতে চলেছে যেটি হলো Infinix Note 40X। সস্তার মধ্যে অসাধারণ পারফরমেন্স যুক্ত এই ফোনটি পাওয়া যাবে। ইতি মধ্যে কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট এটির ছবি ও স্পেসিফিকেশন ও দেওয়া হয়ে গেছে। 

জেনে নিন Infinix Note 40X এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য :

সূত্র থেকে জানা যাচ্ছে যে Infinix Note 40X ফোনটি 5G কম্বিনেশনের সাথে আসছে। এটিতে একটি বড় 6.78 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে, ফোনটির পিছনে আয়তকার ক্যামেরা সেট আপ আছে। ফোনটির পাশে ফিঙ্গার প্রিন্ট সেট আপ করা হয়েছে। ফোনটিকে একটি অন্যতম মানের গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটির জন্য ফোনটিকে দেখতে আকর্ষণীয় করে তুলেছে।

প্রসেসর: ফোনটি Media Tek Dimemsity 6300 5G SoC প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে 8জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।

ক্যামেরা: এই স্মার্ট ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। AI ভিত্তিক 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। কোয়াড LED ফ্ল্যাশ লাইট আছে। HDR সেটিং সহ এটিতে 15 টি ক্যামেরা মোড আছে এবং এটিতে সেলফির জন্য LED ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

ব্যাটারী: নতুন Infinix Note 40X হ্যান্ডসেটটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। এটি 18W দ্রুত চার্জিং দ্বারা যুক্ত। এটিতে একটি 5000 mAh ব্যাটারী থাকতে পারে।
কালার: এই নতুন অ্যান্ড্রয়েড ফোনটিকে 3 টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। যেগুলো হলো লাইম গ্রীন, পাম ব্লু, স্টারলিট ব্ল্যাক।

দাম: আশা করা যাচ্ছে ভারতে এই ফোনটির দাম প্রায় 10,000 টাকা হতে পারে। যদি পরে এই হ্যান্ডসেট টি আপগ্রেড ভার্সনের সাথে আসে যেমন – 8GB RAM সহ 256GB স্টোরেজ,তাহলে এটির দাম প্রায় 19,999 টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যান্য: Infinix Note 40X হ্যান্ডসেটটিতে DTS অডিও সহ ডুয়াল স্পিকার থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  2. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  3. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
  4. মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমৃদ্ধ Apple কোম্পানীর নতুন উন্মোচন AirPods 4
  5. আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং
  6. অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত দুটি নতুন আকর্ষণীয় স্মার্টফোনের উন্মোচন করল Apple
  7. আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
  8. বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad
  9. 5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra
  10. এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »