Photo Credit: Infinix
আগামী 5ই আগস্ট চীনা কোম্পানী Infinix, ভারতে তার নতুন ফোন লঞ্চ করতে চলেছে যেটি হলো Infinix Note 40X। সস্তার মধ্যে অসাধারণ পারফরমেন্স যুক্ত এই ফোনটি পাওয়া যাবে। ইতি মধ্যে কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট এটির ছবি ও স্পেসিফিকেশন ও দেওয়া হয়ে গেছে।
সূত্র থেকে জানা যাচ্ছে যে Infinix Note 40X ফোনটি 5G কম্বিনেশনের সাথে আসছে। এটিতে একটি বড় 6.78 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে, ফোনটির পিছনে আয়তকার ক্যামেরা সেট আপ আছে। ফোনটির পাশে ফিঙ্গার প্রিন্ট সেট আপ করা হয়েছে। ফোনটিকে একটি অন্যতম মানের গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটির জন্য ফোনটিকে দেখতে আকর্ষণীয় করে তুলেছে।
প্রসেসর: ফোনটি Media Tek Dimemsity 6300 5G SoC প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে 8জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।
ক্যামেরা: এই স্মার্ট ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। AI ভিত্তিক 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। কোয়াড LED ফ্ল্যাশ লাইট আছে। HDR সেটিং সহ এটিতে 15 টি ক্যামেরা মোড আছে এবং এটিতে সেলফির জন্য LED ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
ব্যাটারী: নতুন Infinix Note 40X হ্যান্ডসেটটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। এটি 18W দ্রুত চার্জিং দ্বারা যুক্ত। এটিতে একটি 5000 mAh ব্যাটারী থাকতে পারে।
কালার: এই নতুন অ্যান্ড্রয়েড ফোনটিকে 3 টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। যেগুলো হলো লাইম গ্রীন, পাম ব্লু, স্টারলিট ব্ল্যাক।
দাম: আশা করা যাচ্ছে ভারতে এই ফোনটির দাম প্রায় 10,000 টাকা হতে পারে। যদি পরে এই হ্যান্ডসেট টি আপগ্রেড ভার্সনের সাথে আসে যেমন – 8GB RAM সহ 256GB স্টোরেজ,তাহলে এটির দাম প্রায় 19,999 টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।
অন্যান্য: Infinix Note 40X হ্যান্ডসেটটিতে DTS অডিও সহ ডুয়াল স্পিকার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন