Photo Credit: Justin Sullivan / Getty Images North America / AFP
সম্প্রতি iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Apple। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনগুলি বিক্রি শুরু হলেও ভারতে বিক্রি শুরু হচ্ছে 27 সেপ্টেম্বর। যদিও অনলাইনে শুরু হয়েছে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের প্রি-অর্ডার। এই তিন ফোন প্রি-অর্ডার করলে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা ইন্সসয়ান্ট ডিসকাউন্ট আর ক্যাশব্যাক পাবেন। HDFC ক্রেডিট কার্ড গ্রাহকদেরা অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে মাত্র 39,300 টাকায় 64GB স্টোরেজের iPhone 11 কিনতে পারবেন।
পুজোর আগেই হাতে আসবে iPhone 11, শুরু হল প্রি-অর্ডার
কোন ধরনের HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করেন তার উপরে ডিসকাউন্ট নির্ভর করছে। আমাদের কাছে থাকা কোম্পানির টপ টিয়ার HDFC ব্যাঙ্ক ইনফিনিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়া গিয়েছে। তবে যে কোন HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 11, iPhone 11 Pro প্রি-অর্ডার করলে অন্তত 6,000 টাকা ছাড় পাবেন। iPhone 11 Pro Max কেনার সময় মিলবে 7,000 টাকা ছাড়। নতুন Apple Watch Series 5 (40mm) প্রি-অর্ডার করার সময় 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও 6 মাসের নো কস্ট ইএমআই পাবেন গ্রাহকরা।
Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে
HDFC Bank SmartBuy-Flipkart store থেকে iPhone 11 সিরিজ অথবা Apple Watch Series 5 (40mm) প্রি-বুক করলে অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ইনফিনিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 11 কিনলে 10x রওয়ার্ড পরেন্ট পাওয়া যাবে। অর্থাৎ iPhone 11 (64GB স্টোরেজ) ফোনে 19,600 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথে থাকছে 6,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট। অর্থাৎ 64GB স্টোরেজের iPhone 11 এ মোট 25,600 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে মাত্র 39,300 টাকায় কেনা যাবে iPhone 11।
একটা ফোনে ছ'টা ক্যামেরা, লঞ্চ হল Vivo V17 Pro: দাম ও স্পেসিফিকেশন
একই ভাবে 99,900 টাকার iPhone 11 Pro ফোন কেনা যাবে 65,770 টাকায়। 1,09,900 টাকার iPhone 11 Pro Max পাওয়া যাবে 74,470 টাকায়। অন্যদিকে 40,900 টাকার Apple Watch Series 5 (40mm) কেনা যাবে 24,600 টাকায়। নীচের টেবিলে 10x রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে কোন ফোন কিনতে কত খরচ হবে দেখে নিন।
পুজোর আগেই সস্তা হবে এই দুই জনপ্রিয় Xiaomi স্মার্টফোন
প্রোডাক্ট | দাম | HDFCক্রেডিট কার্ড ব্যবহার করে ইন্সট্যান্ট ডিসকাউন্ট | SmartBuy থেকে 10x রিওয়ার্ড পয়েন্ট | কার্যকর মূল্য |
---|---|---|---|---|
iPhone 11 (64GB) | Rs. 64,900 | Rs. 6,000 | Rs. 19,600 | Rs. 39,300 |
iPhone 11 Pro (64GB) | Rs. 99,900 | Rs. 6,000 | Rs. 28,130 | Rs. 65,770 |
iPhone 11 Pro Max (64GB) | Rs. 1,09,900 | Rs. 7,000 | Rs. 28,430 | Rs. 74,470 |
Apple Watch Series 5 (40mm) | Rs. 40,900 | Rs. 4,000 | Rs. 12,300 | Rs. 24,600 |
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K20 Pro, থাকছে আরও শক্তিশালী প্রসেসর
64GB স্টোরেজে iPhone 11 এর দাম 64,900 টাকা। 128GB আর 256GB স্টোরেজে এই ফোন কিনতে 69,900 টাকা আর 79,900 টাকা খরচ হবে। iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। যদিও 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে 1,13,900 টাকা আর 1,31,900 টাকা খরচ হবে। 64GB স্টোরেজে iPhone 11 Pro Max এর দাম 1,09,900 টাকা। 256GB আর 512GB স্টোরেজে এই ফোন কিনতে 1,23,900 টাকা আর 1,41,900 টাকা খরচ হবে। 27 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হবে এই তিন স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন