Redmi K20 Pro Premium Edition লঞ্চ করল Xiaomi। নতুন ভেরিয়েন্টে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। তিনটি মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
পাঁচটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro Premium Edition
কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। প্রথমে চিনে ও পরে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। শুক্রবার চিনে Redmi K20 Pro Premium Edition লঞ্চ করল Xiaomi। নতুন ভেরিয়েন্টে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। তবে নতুন প্রসেসর আর আগের থেকে বেশি মেমোরি ও স্টোরেজ ছাড়া নতুন ভেরিয়েন্টের Redmi K20 Pro তে অন্য কোন ফিচার যোগ হয়নি।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে Redmi 8A, ফাঁস হল ডিজাইন
তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে Redmi K20 Pro Premium Edition। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 2,699 ইউয়ান (প্রায় 27,000 টাকা)। 8GB RAM + 512GB স্টোরেজ আর 12GB RAM + 512GB স্টোরেজে Redmi K20 Pro Premium Edition কিনতে 2,999 ইউয়ান (প্রায় 30,000 টাকা) আর 3,199 ইউয়ান (প্রায় 32,000 টাকা)।
Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে
![]()
Redmi K20 Pro Premium Edition
ডুয়াল সিম Redmi K20 Pro Premium Editionফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ।
একটা ফোনে ছ'টা ক্যামেরা, লঞ্চ হল Vivo V17 Pro: দাম ও স্পেসিফিকেশন
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027