Vivo V17 Pro ফোনে থাকছে ছয়টি ক্যামেরা। এর মধ্যে ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আর থাকছে পপ-আপ ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V17 Pro ফোনে 48 মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর থাকছে
শুক্রবার ভারতে লঞ্চ হল Vivo V17 Pro। একাধিক টিজারে এই ফোন সম্প্রর্কে একাধিক তথ্য প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। শুক্রবার লঞ্চের সময় V17 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে এল চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Flipkart আর Vivo অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে। এই স্মার্টফোন। Vivo V17 Pro ফোনে থাকছে ছয়টি ক্যামেরা। এর মধ্যে ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আর থাকছে পপ-আপ ডুয়াল সেলফি ক্যামেরা। 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে
ভারতে Vivo V17 Pro এর দাম 29,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 27 সেপ্টেম্বর শুরু হচ্ছে বিক্রি।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে Redmi 8A, ফাঁস হল ডিজাইন
![]()
Vivo V17 Pro ফোনে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ
ডুয়াল সিম Vivo V17 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলছে। এই ফোনে থাকছে 6.44 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য ফোনের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K20 Pro, থাকছে আরও শক্তিশালী প্রসেসর
Vivo V17 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 13 মেগাপিক্সেল 2X অপ্টকাল জুম ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনের পপ-আপ ক্যামেরায় থাকবে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo V17 Pro এর ভিতরে থাকছে 4,100 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 202 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy A07 5G Spotted on Bluetooth SIG Website; New Support Pages Hint at Upcoming Launch
Hogwarts Legacy Is Now Available for Free on PC via Epic Games Store: How to Redeem