সম্প্রতি 899 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। সীমিত সময়ের জন্য এই প্ল্যানে 100 টাকা ছাড় দিচ্ছে BSNL। 23 সেপ্টেম্বরের আগে মাত্র 799 টাকা প্রিপেড রিচার্জে একই সুবিধা পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে Redmi 8A, ফাঁস হল ডিজাইন
899 টাকা প্ল্যানে 100 টাকা ছাড় দিচ্ছে BSNL
ক্রমশ কমে যাচ্ছে স্মার্টফোনের ব্যাকআপ? সমাধানের উপায়গুলি দেখে নিন
899 টাকা প্ল্যানের দাম কমিয়ে 799 টাকা করেছে BSNL। অর্থাৎ 100 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে মুম্বাই ও দিল্লি সার্কেলের নম্বর ছাড়া দেশের সব লোকাল ও ন্যাশানাল নম্বরে বিনামূল্যে আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা, দিনে 50 টা এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে।
পুজোর আগেই সস্তা হবে এই দুই জনপ্রিয় Xiaomi স্মার্টফোন
সম্প্রতি 96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL। 96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 10GB 4G ডেটা ব্যবহার করতে পারবেন। 96 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অন্যদিকে 236 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ 96 টাকা প্রিপেড প্ল্যানে মোট 280GB আর 236 টাকা প্রিপেড প্ল্যানে মোট 840GB ডেটা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন