iPhone 14 ভারতে 79,900 টাকায় লঞ্চ হয়েছিল
Photo Credit: Apple
iPhone নেওয়ার শখ? কিন্তু লেটেস্ট মডেলের বেশি দাম দেখে পিছুপা হচ্ছেন? তাহলে কিনে নিতে পারেন 2022 সালের iPhone 14। তিন বছর আগে লঞ্চ হলেও এখনও সমান জনপ্রিয় আইফোনের এই মডেল। এখন Vijay Sales এর ওয়েবসাইটে স্মার্টফোনটি বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে। প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্ট কম দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ই-কমার্স সংস্থাটি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে অতিরিক্ত 3,500 টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও, এক্সচেঞ্জ ডিসকাউন্ট ও EMI অফারও পেতে পারেন। iPhone 14-তে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, A15 Bionic হেক্সা-কোর প্রসেসর, IP68 রেটিং, স্টেরিও স্পিকার, ও ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।
প্রতিবেদন লেখার সময় বিজয় সেলসের ওয়েবসাইটে iPhone 15 এর বেস মডেল 59,900 টাকা MRP কেটে 50,990 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। এতে 128 জিবি স্টোরেজ আছে। অন্যদিকে, 256 জিবি এবং 512 জিবি মডেলের দাম যথাক্রমে 54,900 টাকা ও 64,900 টাকা। ICICI ব্যাংকের কার্ড বা SBI কার্ড ক্রেডিট কার্ড এবং EMI-তে কিনলে গ্রাহকরা 1,000 টাকা ছাড় পাবেন। এর ফলে iPhone 14 এর কার্যকরী মূল্য নেমে আসবে 49,990 টাকায়।
আবার HDFC ব্যাঙ্কের কার্ড এবং EMI লেনদেনে সর্বোচ্চ 3,500 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। iPhone 14-এর জন্য নো-কস্ট EMI অপশন প্রতি মাসে 8,332 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড EMI প্রতি মাসে 2,496 টাকা থেকে শুরু হয়। এটি বিজয় সেলসে ছয়টি রঙের মধ্যে বেছে নিতে পারবেন। প্রসঙ্গত, iPhone 14 ভারতে 79,900 টাকায় লঞ্চ হয়েছিল।।
iPhone 14 এমন সময়ে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যখন আর এক মাসের মধ্যে iPhone 17 সিরিজ আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেল লঞ্চের পর Apple সম্ভবত iPhone 14 বন্ধ করে iPhone 16 এর মতো আগের মডেলগুলির দাম আরও কমিয়ে দেবে। অন্যদিকে, স্টক খালি করতে ফেস্টিভ সিজন সেলে iPhone 15 সিরিজ আরও ছাড়ে বিক্রি করবে অনলাইন ও অফলাইন রিটেলাররা।
যদি আপনার জরুরি ভিত্তিতে প্রিমিয়াম স্মার্টফোনের প্রয়োজন হয় এবং বাজেট 50,000 টাকার কম থাকে, তাহলে বিজয় সেলসে আইফোন 14 মডেলটির অফার আকর্ষণীয়। আর আপনি যদি আইফোন 17 লঞ্চের পর ক'দিন অপেক্ষা করতে পারেন, তাহলে আসন্ন ফেস্টিভ সেলে আইফোন 15 কম দামে পেয়ে যেতে পারেন। এটি আরও শক্তিশালী A16 বায়োনিক চিপ, উন্নত ক্যামেরা, এবং ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টও পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.