অ্যামাজন প্রাইম ডে 2025 সেলে, iPhone 15 পাওয়া যাবে 57,249 টাকায়। এই দামে ব্যাঙ্কের অফারও অর্ন্তভুক্ত করা আছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে, বয়স ও মডেলের উপর নির্ভর করে সর্বাধিক 52,000 টাকা ডিসকাউন্ট মিলবে।
অ্যাপেল কোম্পানীর iPhone 14 Plus হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরায় কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এটি সমস্ত iPhone 14 Plus হ্যান্ডসেটে দেখা যায়নি। অ্যাপেল কোম্পানী এই সমস্যার জন্য একটি নতুন সার্ভিস প্রোগ্রাম শুরু করেছে যেখানে iPhone 14 প্লাসের যোগ্য গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে
সম্প্রতি লঞ্চ হওয়া MacBook Air (2018) ল্যাপটপ 1,05,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের দাম 1,14,900 টাকা। এই প্রথম ভারতে MacBook Air ল্যাপটপের দাম কমলো। iPhone XS, iPhone XS Max, iPhone 8, iPhone 8 Plus সহ সব iPhone মডেলে নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাচ্ছে।