সম্প্রতি লঞ্চ হওয়া MacBook Air (2018) ল্যাপটপ 1,05,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের দাম 1,14,900 টাকা। এই প্রথম ভারতে MacBook Air ল্যাপটপের দাম কমলো। iPhone XS, iPhone XS Max, iPhone 8, iPhone 8 Plus সহ সব iPhone মডেলে নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাচ্ছে।
14 ডিসেম্বর পর্যন্ত Amazon.in ওয়েবসাইটে Apple প্রোডাক্টে সেল চলবে
সম্প্রতি ভারতে Apple প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Amaozn। এবার Amazon.in ওয়েবসাইটে Apple প্রোডাক্টে বিশাল সেল শুরু হল। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। সাত দিনের এই সেলে Apple স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপ্টপ ও অ্যাকসেসারিজে ছাড় পাওয়া যাবে।
এই সেলে iPhone এ 16,000 টাকা ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে নো কস্ট EMI। 79,999 টাকার iPhone X পাওয়া যাচ্ছে 74,999 টাকায়। এর সাথে সব ক্রেডিট কার্ডে নয় মাসের নো কস্ট EMI এর সুবিধা দেবে Amazon। 29,999 টাকার iPhone 6S মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর iPhone 6 এর দাম কমে হয়েছে 21,999 টাকা। iPhone XS, iPhone XS Max, iPhone 8, iPhone 8 Plus সহ সব iPhone মডেলে নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাচ্ছে।
সম্প্রতি লঞ্চ হওয়া MacBook Air (2018) ল্যাপটপ 1,05,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের দাম 1,14,900 টাকা। এই প্রথম ভারতে MacBook Air ল্যাপটপের দাম কমলো। এর সাথেই এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত 14,034 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 57,990 টাকায় (MRP 62,990 টাকা) পাওয়া যাচ্ছে 2017 সালের MacBook Air।
ষষ্ঠ জেনারেশানের Apple iPad 9.7 ইঞ্চি WIFI পাওয়া যাচ্ছে 23,999 টাকায়। এই ট্যাবলেট 28,000 টাকায় বিক্রি হয়। এর সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 9,960 তাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amy Hennig's Marvel 1943: Rise of Hydra Delayed 'Beyond Early 2026'
Apple Swift Student Challenge to Return in February 2026; Apple Highlights Winning Student Developers' Apps