ভারতে Apple এর ডিস্ট্রিবিউটার IndiaiStore.com থেকে সহজ EMI কিস্তিতে নতুন iPhone কেনা যাচ্ছে। এই মাসের শুরুতে তিনটি নতুন iPhone লঞ্চ করেছিল Apple। ইতিমধ্যেই ভারতে iPhone XS আর iPhone XS Max ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Jio, Airtel, Flipkart ওয়াবসাইট থেকে ইতিমধ্যেই এই দুটি ফোন অর্ডার করা যাচ্ছে।
IndiaiStore ওয়েবসাইটে একটি EMI ক্যালকুলেটার রাখা হয়েছে। এখানে গ্রাহক নিজের EMI গণনা করে নিতে পারবেন। এই স্কিমে নতুন 64GB iPhone XS কিনতে মাসে 4,499 টাকা EMI দিতে হবে। 24 মাস ধরে চলবে এই EMI। এর ফলে 99,900 টাকার iPhone XS এর দাম হবে 1,07,976 টাকা। 256 GB iPhone XS কিনতে মাসে 5,175 টাকা EMI দিতে হবে। 24 মাস ধরে চলবে EMI। 512GB iPhone XS কিনতে মাসে 6,076 টাকা করে দিতে হবে। এই টাকাও 24 মাস ধরে শোধ করতে হবে গ্রাহককে।
আরও পড়ুন: 1,24,900 টাকার iPhone তৈরী করতে কত টাকা খরচ হয় Apple –এর?
একই ভাবে 64GB, 256GB আর 512GB iPhone XS Max ফোন কিনতে যথাক্রমে 4,999 টাকা, 5,678 টাকা আর 6,587 টাকা EMI দিতে হবে। সব কটি ভেরিয়েন্টে 24 মাস EMI দিতে হবে গ্রাহককে।
আরও পড়ুন: কেন এত দাম নতুন iPhone -এর? জানালেন Apple প্রধান
আগামী 28 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হছে iPhone XS আর iPhone XS Max। IndiaiStore.com থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক অথবা সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে এই ফোন কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন