গত সপ্তাহ তিনটি নতুন iPhone লঞ্চ করেছিল Apple। এবার আরতে এর মধ্যে বেশি দামের iPhone XS আর iPhone XS Max ফোনের প্রি অর্ডার শুরু হল। Flipkart আর Airtel অনলাইন স্টোরে ইতিমধ্যেই এই দুই ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। প্রি অর্ডারের সাথেই এক্সচেঞ্জ অফারে ও একাধিক ক্যাশব্যাক অফারের ঘোষণা করেছে Flipkart। এছাড়াও Airtel অনলাইন স্টর থেকেও প্রিবুক করা যাচ্ছে iPhone XS আর iPhone XS Max। আরতে iPhone XS এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। অক্টোববে বিক্রি শুরু হবে কম দামের iPhone XR।
আরও পড়ুন: এক নজরে ভারতে সব iPhone এর দাম
ভারতে 28 সেপ্টেম্বর থেকে iPhone XS আর iPhone XS Max বিক্রি শুরু হবে। iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 99,900 টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে 1,14,900 টাকা আর 1,34,900 টাকা। 64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা।
আরও পড়ুন: কেন এত দাম নতুন iPhone -এর? জানালেন Apple প্রধান
পুরোনো iPhone এক্সচেঞ্জ করলে Flipkart এ 13,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। HDFC ক্রেডিট কার্ড, RBL ক্রেটিড কার্ড ও Axis Bank Buzz ক্রেডিট কার্ড থেকে এই ফোন প্রি অর্ডার করলে অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। 4.149 টাকা প্রতি মাস EMI দিয়ে কেনা যাবে এই দুটি স্মার্টফোন। এখানে ক্লিক করে Flipkart থেকে iPhone XS আর iPhone XS Max প্রি অর্ডার করা যাবে।
প্রতিশ্রুতি মতোই Airtel অনলাইন স্টোর থেকেও প্রি অর্ডার করা যাচ্ছে iPhone XS আর iPhone XS Max। এখানে Axis ব্যাঙ্ক ও Citi ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা 5 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও 12 মাস ও 24 মাস EMI অপশানে কেনা যাবে এই দুই ফোন। এছাড়াও 28 সেপ্টেম্বর লঞ্চের দিন নিকটবর্তী Airtel স্টোর থেকে এই ফোন কালেক্ট করার অপশান দিচ্ছে Airtel। এখানে ক্লিক করে Airtel অনলাইন স্টোর থেকে iPhone XS আর iPhone XS Max প্রি অর্ডার করতে পারবেন।
আরও পড়ুন: নতুন Apple Watch Series 4 থেকেই করা যাবে ECG
অনলাইন ছাড়াও একাধিক অফলাইন রিটেল চেনে আরতে iPhone XS আর iPhone XS Max পাওয়া যাবে। গোল্ড, স্পেস গ্রে আর সিলয়ার অপশানে ভারতে পাওয়া যাবে iPhone XS আর iPhone XS Max।
প্রসঙ্গত ভারতে 26 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে iPhone XR। 64GB স্টোরেজের iPhone XR এর দাম 76,900 টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে 81,900 টাকা ও 91,900 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন