ভারতে বিক্রি শুরু হল লেটেস্ট দুটি স্মার্টফোন iPhone XS আর iPhone XS Max। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে ভারতে কেনা যাবে এই দুই স্মার্টফোন। এই দেশে iPhone XS এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। অন্যদিকে iPhone XS Max এর দাম শুরু হছে 1,09,900 টাকা থেকে। দুই দুটি ফোনের 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। ইতিমধ্যেই এই দুটি ফোনের প্রি বুকিং শুরু হয়েছে। Airtel, Jio অনলাইন স্টোর ও Flipkart থেকে প্রি-অর্ডার কেনা গিয়েছে লেটেস্ট iPhone দুটি। এই দুটি ফোনেই থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এছাড়াও indiaistore.com থেক সহজ কিস্তিতে কেনা যাচ্ছে iPhone XS আর iPhone XS Max।
আরও পড়ুন: এক নজরে ভারতে সব iPhone এর দাম
ভারতে শুক্রবার থেকে বিক্রি শুরু হল iPhone XS আর iPhone XS Max। iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 99,900 টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে 1,14,900 টাকা আর 1,34,900 টাকা।
64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা।
আরও পড়ুন: 1,24,900 টাকার iPhone তৈরী করতে কত টাকা খরচ হয় Apple –এর?
iPhone XS ও iPhone XS Maxতে চলবে iOS12 অপারেটিং সিস্টেম। এটি কোম্পানির লেটেস্ট মোবাইল অপারেটিং সিস্টেম। iPhone XS তে রয়েছে একটি 5.8 ইঞ্চি Super Retina OLED ডিসপ্লে। আর iPhone XS Max এ রয়েছে একটি 6.5 ইঞ্চি ইঞ্চি Super Retina OLED ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ।
দুটি ফোনের ভিতরেই থাকবে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। iPhone XS এ আগের থেকে 30 মিনিট বেশি ব্যাক আপ পাওয়া যাবে। আর iPhone XS Max তে পাওয়া যাবে আগের থেকে 90 মিনিট বেশি ব্যাক আপ।
আরও পড়ুন: Apple কে উপহাস করে নতুন কম্বো প্যাক লঞ্চ করল Xiaomi
64GB, 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XS ও iPhone XS Max। সব ভেরিয়েন্টেই থাকবে 4GB RAM। নতুন দুটি ফোন IP 68 সার্টিফায়েড।
iPhone XS ও iPhone XS Max তে থাকবে ডুয়াল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু দেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। তিনটি নতুন iPhone এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। iPhone XS ও iPhone XS Max তে থাকবে Face ID। ভারতে 28 সেপ্টেম্বর থেকে নতুন iPhone পাওয়া যাবে বলে জানিয়েছে Apple।
আরও পড়ুন: লঞ্চ হল iPhone XR: ভারতে দাম ও স্পেসিফিকেশান
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন